পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরশিদাবাদ নারা । বরুণ । এরূপ কামানের শব্দ ক’রছে কেন ? বরুণ । বোধ করি, নবাব মফঃস্বলে গিয়াছিলেন-প্রত্যাগমন করিয়াছেন, তাই তার সম্মানার্থে তোপ হইতেছে। ইন্দ্র। মফঃস্বল হইতে প্রত্যাগমন করিলে তোপ হয় ? বরুণ ৷ ই্যা, নবাব মফঃস্বল যাইলে, কি প্রত্যাগমন করিলে, কি তাহার সস্তান জন্মিলে, কিংবা কোন পৰ্ব্বদিন উপস্থিত হইলে তোপধ্বনি হইয়া থাকে । তদ্ভিন্ন প্রত্যহ রাত্রি দশটা এবং চারিটার সময় তোপ দাগ হয় । ইন্দ্র । দেখ বরুণ, রাজা কোন স্থানে যাইলে কিংবা প্রত্যাগমন করিলে অথবা তাহার সন্তান জন্মিলে তোপের দ্বারা সাধারণকে জ্ঞাত করানর উপায়টি মন্দ নহে । আমি ইচ্ছা করিতেছি স্বর্গে গিয়াই কণমান পাতিব । কারণ কোনও রাজা বিদেশ হইতে দেশে আসিলে প্রজারা পাচ সাতদিন পর্য্যস্ত জানতে পারে না। কিন্তু দুই চারি বার কামানের শব্দ ক’বুলে সকলেই জানতে পারে যে রাজা দেশে এলেন। বরুণ ! নবাববাড়ীর কামানগুলোর আকৃতি আমাকে দেখাতে পার ? “চল” বলিয়া তাহাদিগকে নবাবের বাড়ীর সম্মুখে লইয়া যাইয়া দেখাইতে লাগিলেন। দেবরাজ অনেকক্ষণ একদৃষ্টে চাহিয়া দেখিয়া কহিলেন, "কামানটি প্রায় দশ হাত হইবে।” উপ। রাজা কণকা, কামানদাগ অপেক্ষ বজ্ৰাঘাত করলে ত চলতে পারবে । এখান হইতে সকলে একস্থানে যাইয়া উপস্থিত হইলে ইন্দ্ৰ কহিলেন, বরুণ ! দেখা যাচ্চে—ওটা কি ?” • বরুণ । নবাবের এমাম বাড়ী। হুগলীতে একটি এমাম বাড়ী অাছে, তদপেক্ষ এ এমাম বাড়ীটি বৃহৎ। এখানে মুসলমানের উপাসনাদি করিয়ী থাকে। এমাম বাড়ীর ওদিকে দুই তিনটি পিতলের কামান আছে। মুসলমানদিগের কোন পর্বোপলক্ষে এ বাড়ীতে এমন ভিড় হয় যে বাৰু প্রবেশের পথ থাকে না । মহরমের সময় এই স্থানে অতিরিক্ত জাক জমক হইয়া থাকে। ইন্দ্র । ওদিকে দেখা যাচ্চে—ও বাড়ীটি কি ? বরুণ। নিজামত স্কুল এবং নিজামত কলেজ। নিজামত স্কুলে বিনী বেতনে বিস্তাশিক্ষা দেওয়া হইয়া থাকে। নিজামত কলেজে শুদ্ধ নবাবপুত্রের! বিষ্ঠাভ্যাস করেন । ኟዓ¢