পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৬৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন নারা । নবাব পুত্ৰগণের জন্ত একটি কলেজের ব্যয় বহন করেন ? বরুণ। নবাবের পুত্ৰগণ ৰে তোমার যত্নবংশ । সেই বংশাবলির পাঠ করিবার স্থান কলেজে সংকুলান হয় না। তোমার একশ আটটি মহিষী আছেন —ইহার যে কত একশ আটটি আছেন গণিয়া সংখ্যা করা যায় না ! ব্ৰহ্মা । নবাবের বৃহৎ সংসার কি উপায়ে চলে ? বরুণ । ইনি গভর্ণমেণ্ট হইতে কয়েক লক্ষ টাকা পেন্সন পান । ব্ৰহ্মা। পেন্সন কি ? বরুণ । ইংরাজরাজ কোন উচ্চ বংশের বংশাবলির অবস্থা মন্দ হইলে অনুগ্রহশ্বরূপ কিছু কিছু টাকা দেন, তাহাকেই পেন্সেন কহে । ইহার পর দেবতারা গঙ্গাতীরে যাইয়া দেখেন—জলে অনেকগুলি ছিপ, ভাউলে, পান্সি ইত্যাদি নবাবের নৌকা সকল ভাসিতেছে। ব্ৰহ্মা। বরুণ ৷ পরপারে দেখা যাচ্ছে-ওসব কি ? “ঐ স্থানে কয়েকটি কবর ও কুসারবাগ নামক একটি বাগান আছে।” বলিয়া বরুণ র্তাহাদিগকে খেয়ায় পার করিয়া কুসারবাগ দেখাইতে চলিলেন, এবং তথায় উপস্থিত হইয়া কহিলেন, “পিতামহ ! নবাব আলিবন্দী খাঁর কবর দেখুন।” ব্ৰহ্মা । এ নবাব কেমন ছিলেন ? বরুণ। ইনি অসাধারণ বীর, কাৰ্য্যকুশল ও বিচক্ষণ ছিলেন । অবশ্যকমত সময়ে সময়ে কপটতাচরণ করিতেও সঙ্কুচিত হইতেন না । ইহার পুত্র-সন্তান ছিল না, তিনটি মাত্র কন্যা ছিল। তন্মধ্যে কনিষ্ঠ জামাতা জৈনদীনের পুত্র সিরাজউদৌলাকে দত্তক পুত্র-রূপে গ্রহণ করেন। নারদ। বরুণ ! নবাব আলিবন্দী খাঁর কবরের সন্নিকটে শ্বেত পাথরে নির্মিত ঐ যে বৃহদাকার কবর দেখা যাচ্ছে, উহা কাহার ? বরুণ। ঐ কবরে নবাব সিরাজউদৌল চিরনিদ্রায় অবিভূত আছেন। ইন্দ্র । ইনি কেমন নবাব ছিলেন ? বরুণ। ইনি অত্যস্ত নিষ্ঠুর প্রকৃতি ছিলেন ; জগতে যত প্রকার নিষ্ঠুর কাৰ্য্য আছে, তাহা করিয়াছিলেন।* ইহার পর তাহার কলেজ ও আদালত সকল দেখিয়া এক স্থানে উপস্থিত

  • এ সম্বন্ধে এক্ষণে ভিন্ন মত দৃষ্ট হইয়া থাকে —সম্পাদক

ኟግጬ