পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

वकूर्ण তুমি কিঞ্চিৎ অপেক্ষা কর, আমি তত্ত্বানুসন্ধান করিয়া আসি বলিয়া দ্রুতপদে প্রস্থান করিলেন এবং ১৫ মিনিটের মধ্যে প্রত্যাগমন করিয়া কহিলেন, “প্রিয়ে ! আমাকে বিদায় দেও, মর্ত্যে যাইতে হইবে।” - এই কথা শুনিয়া নারায়ণী কহিলেন, “কেন—এখন মর্ত্যে কেন ? তোমার তো করিপে জন্মগ্রহণ করিবার বিলম্ব আছে।” •. নারায়ণ । একবার কলিকাতা দেখিতে ও কলের গাড়ীতে চড়িতে বড় সাধ হইয়াছে;— ৰেড়াইতে যাব । “পাচ জনেই তোমাকে খারাপ কল্পে" বলিয়া নারায়ণী হস্তস্থিত কার্পেট দূরে নিক্ষেপ করিলেন এবং চক্ষু রক্তবর্ণ করিয়া বলিতে লাগিলেন—“ছি কালামুখ ! মর্ত্যে যাইতে, মর্ত্যের নাম করিতে তোমার কি ভয় হয় না—তোমার কি লজ্জা হয় না ? ভাব দেখি, সত্য, ত্রেতা, দ্বাপর যুগে সেখানে গিয়ে কত চলাচলি করেছ এবং আমাকেও কত কষ্ট দিয়েছ। সেসব কি একেবারে ভুলে গেলে ? তাই মর্ত্যের নাম মুখে আনচ ।” নারায়ণ । কেবল তিন দিন-আমি প্রতিজ্ঞা করে যাচ্চি, তিন দিনের মধ্যে ফিরে আসবো । কলিকাতা দেখা আর কলের গাড়িতে উঠা আমার নিতাস্ত সাধ, তাই কেবল যাচ্চি । নারায়ণী । ভাল—সাধ হয়েছে, আর কিছু কাল ধৈর্য্য ধরে থাক, তার পর কন্ধিরূপে জন্সিয়া কত কলের গাড়িতে উঠবে, কত কলিকাতা দেখবে। নারায়ণ । সে পরের কথা, এক্ষণে কেবল তিন দিনের জন্য বিদায় দেও ; আমি নিশ্চয় বলচি, এই মেয়াদের মধ্যে হাজির হব। নারায়ণী। নাথ ! আর কেন জালাও ! সেখানে গেলে তুমি যদি তিন দিন ছেড়ে তিন শত বৎসরের মধ্যে ফিরে এস—এক কলম আমি লিখে দিতে পারি। সেখানে গিয়ে যদি আরমানি বিবি পাও, আর কি আমায় মনে ধরবে ? ন, স্বর্গের প্রতি ফিরে চাইবে ? হয়তো তাদের সঙ্গে মিশে মদ, মুরগী, বিসকুট, পাউরুটি খেয়ে ইহকাল, পরকাল ও জাত খোয়াবে ! শেষে জেতে উঠা ভার হবে, আর দেখতে যে বিষয়টুকু আছে তাও ক্ষোয় যাবে। এমনও হতে পারে— ব্ৰাহ্মসমাজে নাম লিখিয়ে বিধবা বিয়ে করে বসবে । কিংবা থিয়েটারের দলে মিশে ইয়ারের চরম হয়ে রাতদিন কেবল ফুলুট বাজাবে ও লক্ষ্মীছাড়া হবে। \93