পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরশিদাবাদ ইনি রমণীরত্ব । বঙ্গদেশ ইহাকে বক্ষে ধারণ করিয়া ধন্ত এবং বাঙ্গালীরাও ইহাকে প্রাপ্ত হইয়া ধন্ত হইয়াছেন। রাণী অতুল ঐশ্বর্ধ্যের অধিকারিণী হইয়াও স্বর্থী নহেন। বিধাতা আজীবন ইহাকে বোধ হয় রোদন করিবার জন্তই স্থষ্টি করিয়াছেন । শোক তাপ অসহ হওয়াতে পরিশেষে রাজ্ঞী ঈশ্বরের উপাসনা ও সৎকার্ষ্যে দান ধ্যানে অকুরক্ত থাকিয়া কষ্টে দিন যাপন করিডেছেন । দেবগণ এই কথা শ্রবণ করিয়া সেই স্থানে বসিলেন । পিতামহ একবার বাড়ীখানির প্রতি দৃষ্টিক্ষেপ করিয়া কহিলেন, “বরুণ, মহারাণীর জীবনবৃত্তান্ত আমাকে সংক্ষেপে বল |” বরুণ । মহারাণী স্বর্ণময়ী বাঙ্গালা ১২৩৪ সালে বৰ্দ্ধমান জেলার অন্তর্গত ভাটাকুল নামক পল্লীগ্রামে জন্মগ্রহণ করেন । ১২৪৫ সালের বৈশাখ মাসে রাজা কৃষ্ণনাথের সহিত ইহার বিবাহ হয়। ইংরাজী ১৮৪৬ সালের অক্টোবর মাসে রাজা নিজ হস্তে গুলি করিয়া আত্মহত্যা করেন। মৃত্যুকালে তিনি সমস্ত বিষয় ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর নামে উইল করিয়া যান, এজন্য রাণীকে সুপ্রিমকোর্টে ঐ কোম্পানীর নামে অভিযোগ করিতে হইয়াছিল। বিচারে স্থিরীকৃত হয়, রাজা যে সময় উইল করেন, তখন মতের স্থিরতা ছিল না, অতএব উইল নামঞ্জুর। এই জয়লাভ করিয়া রাণী অতুল ঐশ্বর্যের উত্তরধিকারিণী হইলেন । ইহার লক্ষ্মী ও সরস্বতী নামে দুই কন্যা ভিন্ন আর পুত্রসস্তান জন্মে নাই। রাণীর দুই কন্যা লক্ষ্মী ও সরস্বতী মাতাকে কাদাইয়া পলাইয়াছেন। কিন্তু মুশীলা বাণী সমস্ত শোক পরিত্যাগ করিয়া দান ধ্যানে রত হইয়াছেন। সাধারণের উপকারার্থ অর্থব্যয় করিতেছেন । বঙ্গদেশে কেহই ইহার মত দানশীল নাই। রাণী ১৮৪৭ অব্দে যখন বিষয় প্রাপ্ত হন, তখন অনেক টাকা ঋণ ছিল ; কিন্তু স্বদক্ষ দেওয়ানের তত্ত্বাবধানে অচিরাৎ সমস্ত ঋণ পরিশোধ হইয়া বিষয় বৃদ্ধি হইয়াছে। রাণীর নিকট জাতি কিংবা বর্ণভেদ নাই। ইনি সকলকেই সমান চক্ষে দেখেন । ইহার দান দর্শনে সন্তুষ্ট হইয়া গবর্ণমেণ্ট ১৪৭১ অক্সের আগস্ট মাসে মহারাণী উপাধি প্রদান করেন। ঐ বৎসর এই রাজবাটীতে একটি দরবার করিয়া ইহাকে একখানি সনন্দ দেওয়া হয়। দরবার হলে রাজসাহীর কমিশনার ই, ভবলু, মনোমি সাহেৰ উপস্থিত ছিলেন। গবর্ণমেন্ট রাণীকে মহারাণী উপাধি দিয়াও তৃপ্ত হইতে পারেন নাই, স্থতরাং ১৮৭৮ অশ্বের জাঙ্গুয়ারী মাসে ইহাকে “ইমপিরিয়েল অভর্ণর অব দি ক্রাউন” উপাধি প্রদান করেন। ঐ সনের ১৪ই ૨૪ના ميالاحساسية يع