পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরশিদাবা ও বাঁকুড়ার অগ্নিদাহে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদিগের সাহায্যার্থে, পাঁচ শত টাকা কলিকাতা ডিট্রিক্ট চেরিটেবল সোসাইটিতে, হাজার টাকা ম্যাকণ্ডনেও ইণ্ডিয়া এসোলিয়েসনে, এবং প্রায় দুই লক্ষ টাকা ক্ষুদ্র ক্ষুদ্র দানে ব্যয় করেন। ইহার মুরশিদাবাদ, পাবনা, দিনাজপুর, মালদহ, রঙ্গপুর, বগুড়া প্রভৃতি জেলায় বিষয় থাকায় এবং কলিকাতায় অনেক ভাড়াটে বাড়ী থাকায় ঐ সমস্ত ক্ষরিত্রগণের অবস্থা সহজেই জানিতে পারেন। ইন্দ্র। বরুণ । তুমি রাণীর সুদক্ষ দেওয়ানের বিষয় কিছু বল । বরুণ। ইহার দেওয়ানের নাম রায় রাজীবলোচন রায়বাহাদুর । ইনি জাতিতে কায়স্থ, ঢাকা জেলার অন্তর্গত তিল্পিগ্রামে ইহার পৈতৃক বাস । ইহার উপাধিতে দত্ত। নবাব সরকারে কৰ্ম্ম করায় রায় উপাধি প্রাপ্ত হন। তিল্লির রায়ের সন্ত্রান্ত পরিবার। ইহার পিতার নাম রামলোচন রায় ! রাজীবলোচন বাল্যকালে কলিকাতা মাত্রাসায় পারস্ত ভাষা শিক্ষা করেন । পাঠ সমাপনস্তে মুরশিদাবাদের ফৌজদারী অফিসে একটি কৰ্ম্ম হয় । ইহার পর মহারাজ কৃষ্ণনাথ রায় ইহাকে বৃঙ্গপুরের মোক্তার নিযুক্ত করেন। কয়েক বৎসর মোক্তারি করার পর তুষভাণ্ডারের ভূম্যধিকারী রায় রমণীমোহন রায়চৌধুরীর সম্পত্তির ম্যানেজার হন। মহারাণী স্বর্ণময়ীর স্বামী রাজা কৃষ্ণনাথ রায়ের মৃত্যু হইলে স্বর্ণময়ী ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর বিরুদ্ধে যে মোকদমা করেন, তাহ রাজীবলোচন চালাইবার ভার পান ও মোকদ্দমায় জয়লাভ করেন । এবার তদবধি রাণীর দেওয়ানী পদ প্রাপ্ত হন। ১৮৭১ খৃষ্টাব্দে গবর্ণমেন্ট ইহার কার্যকলাপ দৃষ্টে সন্তুষ্ট হইয়া রায় বাহাদুর উপাধি প্রদান করেন। ১২৮৮ সালে ৯ই আশ্বিন ইহার মৃত্যু হয়। ইহার দান-দক্তিও বিলক্ষণ ছিল। মৃত্যুকালে যে উইল করেন, তাহাতে কলিকাতা সংস্কৃত কলেজে মাসিক ৫০ টাকার বৃত্তি স্থাপনের জন্ত ১৫ হাজার টাকা ও বহরমপুর কলেজে নিজ নামে ৫ টাকার একটি বৃত্তি স্থাপনের জন্ত ১৫ হাজার টাকা দান করিয়া গিয়াছেন। ইনি নিঃসন্তান ছিলেন ; ৭৪ বৎসর বয়সে ইহার মৃত্যু হয়। রাজীবলোচন একজন সুশিক্ষিত, দয়ালু ও সরলদ্ধদয় ব্যক্তি ছিলেন। ইহার তুল্য স্ববুদ্ধিসম্পন্ন ব্যক্তি অল্প দেখিতে পাওয়া যায়। ইনি অতিশয় বিজ্ঞ ও বিবেচক, ইহার চক্ষু সতত পরের দুঃখের দিকে ঘুরিয়া বেড়াইত এবং অভ্যকরণ পরের কষ্টেই ষেন রোদন করিত। কেবল পরদুঃখের কথা লই ইহাঙ্ক জান্দোলন ছিল । রাণী অন্দরে থাকেন, দেওয়াল কোন স্থানে ՀԵ*