পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন কোন দরিদ্রে রোদন করিতেছে, তৎসমাচার রাণীকে আনিয়া দিতেন। ইহা কর্তৃক রাণীর বিষয়ের স্ববন্দোবস্ত এবং রাণীকে সৎকার্ধে দান ধ্যান করাইতে দেখিয়া গবর্ণমেন্ট সন্তুষ্ট হইয়া ১৮৭১ সালে রাণীকে মহারাণী উপাধি প্রদানসময়ে ইহাকে রায় বাহাদুর উপাধি প্রদান করিয়াছিলেন। ব্ৰহ্মা। বরুণ । এই রাজবংশের আদি পুরুষ কে ? এবং তিনি কি উপায়ে এই অতুল ঐশ্বৰ্ষ লাভ করিলেন, তদ্বিবরণ বল। বরুণ। বাবু কৃষ্ণকান্ত নন্দী ওয়ারেন হেষ্টিংস সাহেবের কৃপায় এই অতুল ঐশ্বর্ষের অধিকারী হন। সে সময় নবাব সিরাজউদৌলা কর্তৃক কলিকাতায় অন্ধকূপ হত্যা নামক ভয়ানক কাণ্ডের অভিনয় হয়, সেই সময় হেষ্টিংস সাহেৰ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর কাসিমবাজারস্থ রেশমের কুঠির রেসিডেন্ট ছিলেন। নবাব ইংরেজ জাতির উপর ক্রোধান্ধ হইয়া কলিকাতা গমনের পূৰ্ব্বে এ স্থানের কুঠি লুণ্ঠন করেন এবং হেষ্টিংস প্রভৃতি কয়েকজন ইংরাজকে বন্দী করিয়া রাখেন। হেষ্টিংস, সাহেব কোন প্রকারে পলাইয়া কৃষ্ণকান্ত নন্দীর নিকট আশ্রয় প্রার্থনা করিলে তিনি স্বগৃহে লুকাইয়া রাখিয়া তাহার জীবন দান করিয়াছিলেন । ইহার পর হেষ্টিংস, সাহেব যখন বাঙ্গলার গবর্ণর জেনেরেল হইয়া আসেন, তখন কৃতজ্ঞতাস্বরূপ কৃষ্ণকান্ত বাবুকে ডাকিয়া নিজের দেওয়ানি পদে অভিষিক্ত করেন। তিনি র্তাহাকে দেওয়ানিপদ দিয়াও তৃপ্ত হইতে পারেন নাই, গাজিপুর এবং রঙ্গপুর জেলায় অনেক জমীদারিও করিয়া দিয়াছিলেন। তিনি ক্রমে ক্রমে অতুল ঐশ্বৰ্ধ প্রাপ্ত হইয়াছিলেন বটে, কিন্তু রাজা উপাধি প্রাপ্ত হইতে পারেন নাই। লোকে প্রথমে তাহাকে কৃষ্ণকান্ত নন্দী, পরে বাবু কৃষ্ণকান্ত নন্দী এবং তৎপরে দেওয়ান কৃষ্ণকান্ত নন্দী বলিয়া ডাকিত। ১১৯৫ সালে কৃষ্ণকান্ত বাবুর মৃত্যু হয়। মৃত্যুর পর তংপুত্র লোকনাথ বাহাদ্বরকেই হেষ্টিংস, সাহেব প্রথমে রাজা উপাধি প্রদান করেন। ১২১১ সালে ইনি এক বৎসর বয়স্ক পুত্র কুমার হরিনাথকে রাখিয়া লোকান্তর গমন করেন। ১২২৭ সালে কুমার প্রাপ্তবয়স্ক হইলে, রাজপ্রতিনিধি আর ল অাম হারই তাহাকে রাজা উপাধিসহ সনন্দ প্রদান করেন। কুমার হরিনাথও বিলক্ষণ দাতা ছিলেন। তিনি কলিকাতা হিন্দু কলেজ নির্বাণার্থ বিশ হাজার টাকা দান করিয়াছিলেন। তভিয় তাহার সময় কাসিমবাজারে সংস্কৃত বিষ্ঠারও যথেষ্ট উন্নতি হুইয়াছিল । ১৯৩৯ সালে ইহার মৃত্যু হইলে তৎপুত্র কৃষ্ণনাখ রাজ্যের উত্তরাধিকারী হইলেন। ১২৪৭ ኟbም8