পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরশিদাবাদ ষ্টেশনে আসিয়া উপস্থিত হইলে দেবগণ দেখিলেন—অনেকগুলি যাত্রী উঠিল এবং কতকগুলি নামিল। যাহারা নামিল, তন্মধ্যে একজন কহিল, “এ রামকান্তে, বেগটা এগুয়ে দেও * - নারা । বরুণ । এ সব যাত্রী কোথাকার এবং এ স্থানের নাম কি ? বরুণ । এ সব যাত্রী রাঢ়দেশের । এ স্থানের নাম সিস্থিয় । সিস্থিয়৷ ময়ূরাক্ষী নামক নদীর তীরে অবস্থিত । এই ষ্টেশনে নামিয়া গাড়ী কিংবা পান্ধীযোগে বীরভূম নামক স্থানে যাওয়া যায়। বীরভূম এখান হইতে দশ মাইল দূরে অবস্থিত। বীরভূম পূৰ্ব্বে একটি জেলা ছিল। ঐ স্থানের সদর ষ্টেশনের নাম সিউড়ি । ছোট লাট ক্যাম্বেল সাহেব কর্তৃক এই জেলাটি খণ্ডে খণ্ডে বিভক্ত হইয়া কতক বহরমপুর ও কতক ভাগলপুর জেলার সহিত সংলগ্ন হইয়াছে। এক্ষণে সিউড়ি একটি ক্ষুদ্র আকারে “বি” শ্রেণীর ডিস্ট্রিক মাত্র । পূৰ্ব্বে সিউড়ি বড় স্বাস্থ্যকর স্থান ছিল । এক্ষণে ম্যালেরিয়া জরের প্রাদুর্ভাব হওয়াতে ছয় সাতটি ডিস্পেন্দারি উত্তমরূপ চলিতেছে। ঐ স্থানে এক্ষণে একটি দাতব্য চিকিৎসালয়, বঙ্গ ও ইংরাজী বিদ্যালয় প্রভৃতি আছে। ইন্দ্র । এ দেশে জমিদার কেউ আছে ? : বরুণ। বীরভূমে একঘর রাজা আছেন। ইন্দ্র । তাহার বিষয় বল । বরুণ। বীরভূমের রাজপরিবারের মুসলমান রাজত্বের সময় হইতে বিখ্যাত। ঐ রাজবংশের নিতানন্দ প্রথম সম্রাট সা অালম কর্তৃক মহারাজা উপাধি প্রাপ্ত হন । রাজা নিত্যানদের মৃত্যুর পর তাহার জ্যেষ্ঠপুত্র বনোয়ারিলাল রাজা হন। ইনি ব্রিটিশ গবর্ণমেন্টের অত্যন্ত অনুগত বন্ধু ছিলেন । উক্ত গবৰ্ণমেণ্ট ইহাকে মহারাজা উপাধি প্রদান করেন। বনোয়ারিলালের মৃত্যুর পর তাহার কনিষ্ঠ ভ্রাতা জগদীক্স বনোয়ারি গোবিন্দ রাজা হন । তিনি ১৮৫৭ সালের ২০শে ডিসেম্বর গবর্ণমেণ্ট হইতে রাজা উপাধি প্রাপ্ত হন । ইনি স্বশিক্ষিত, ধাৰ্মিক ও প্রজাহিতৈষী ছিলেন । ট্রেন আবার ছাড়িল এবং অনতিবিলম্বে ভোলপুর ষ্টেশনের দুই মাইল দূরে স্থপুর নামক একটি স্থান আছে। হিন্দু রাঙ্গাদিগের সময় স্থপুর একটি বিখ্যাত নগর ছিল। ঐ নগর রাজা স্থলখ কর্তৃক সংস্থাপিত হয়। র্তাহার প্রতিষ্ঠিত কালীমূৰ্ত্তি অঙ্গপি বর্তমান জাছেন। ঐ কালীর নিকট রাজা প্রত্যহ লক্ষ বলি প্রদান কন্ধিতেন। দেবীর মন্দিরটি এক্ষণে ধ্বংসাবশেষ। এক্ষণে Հեյ-Պ