পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন শুনছি, কোলকাতার শীল, নোড়া না কারা ৭৫ হাজার টাকায় কোন থিয়েটার কিনে দুই তিন লক্ষ টাকা উড়াইবার যোগাড় করেছে, আমিও শীঘ্র তাহাদের বাড়ি পরিত্যাগের ইচ্ছা করেছি। সে যা হউক, নাথ ! আমি তোমাকে প্রাণ থাকিতে বিদায় দেব না । বলিয়া নারায়ণী চক্ষে অঞ্চল দিয়া, ফুপিয়ে ফুপিয়ে কাদিতে লাগিলেন । নারায়ণ বিবেচনা করিলেন, যদি নারায়ণীর প্রেমে মুগ্ধ হইয়া তাহার মনোমত কাজ করেন, তাহা হইলে একপাল মহিষী * লইয়া কোনক্রমেই সংসার নির্বাহ করিতে সক্ষম হইবেন না ; অতএব নারায়ণীকে আর কোন কথা না বলিয়া নিজ বস্ত্রাদি ও পাথেয় লইয়া বহিৰ্ব্বাটিতে গমন করিলেন । নারায়ণী নারায়ণের এই প্রকার নিষ্ঠুর কার্ধ্য দেখিয়া অবাক হইলেন এবং কাদিতে কঁদিতে বলিলেন, “শেষ পৌষে বাড়ি হতে যাচ্চো—খুব সাবধানে থেকে, নূতন সহরে চব্বিমিশান ঘিয়েভাজা ময়রার দোকানের জিনিসগুলো বেশী খেও না, পেটের অসুখ হবে । আসিবার সময় যদি মনে থাকে, বেশী করে পুতি আর পাচরঙের উল কিনে আনিও ; তোমার জন্য জুতো বুনবো ।” নারায়ণ ইক্স ও বরুণের নিকটে উপস্থিত হইয়া কহিলেন “চল, ভোলা দাদাকেও সঙ্গে লইতে হবে, তা না হলে আমোদ হবে না।” এ প্রস্তাবে বরুণ প্রভৃতি সম্মত হইলেন এবং তিনজনে কৈলাসে চলিলেন । কৈলাস অদ্য পৌষ মাসের সংক্রান্তি, পাৰ্ব্বতী পিঠেপুলি প্রস্তুত করিতেছেন ; আর দেবাদিদের মহাদেব নিকটে বসিয়া কাক্টিককে গালি দিতেছেন । পাৰ্ব্বতী কহিলেন, “ওকে বকোককো না ; আইবুড় ছেলে ঘরে আছে এই যথেষ্ট; আবার রাগ করে যদি একদিকে চলে যায়, তোমাকেই ভুগতে হবে ।”

  • কথিত আছে, নারায়ণের ষাটহাজার মহিণী ছিল ।

Vడి: