পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৮১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মুরশিদাবাদ দেবগণ চাহিয়া দেখেন—আর একখানি গাড়ী রাস্তায় দাড়াইয়া আছে । তাহার কলখানা “সে সেণ" শব্দ করিতেছে। কলের নিকটে এক শ্বেতাঙ্ক পুরুষ দাড়াইয়া আছেন, তাহার পাশে কালি-ফুলি মাখা একজন হিন্দুস্থানী, তাহার মাথায় টুপী—গাত্রে সবুজ রঙ্গের একটি কোট ও পাজাম—মুদগর আঘাতে কয়লা ভাঙ্গিতেছে। অার এক ব্যক্তি—ঠিক তদ্রুপ-কলখানার পাশে গিয়া ছেড়া চট দিয়া গাত্র মুছাইয়া দিতেছে। তাহারা আরো দেখিলেন ষ্টেশনটি বড় সুন্দর—উভয় দিকে অট্টালিকার শ্রেণী, প্লাটফরমে অসংখ্য ইংরাজ ও বাঙ্গালী ব্যাগহস্তে দাড়াইয়া আছে। চতুর্দিকে “চাই ক্ষীর” “চাই পান” শৰ হইতেছে। মুসলমান ও হিন্দু ভৃত্যের জলের কুঁজে হস্তে ছুটাছুটি আরম্ভ করিয়াছে। প্রত্যেক কামরায় “জল জল’ শব্দে চীৎকার হইতেছে । আরোহীদিগের মধ্যে অনেকে ছুটিয়া গিয়া শালপাতের ঠোঙ্গায় সীতাভোগ, লালমোহন প্রভৃতি খাদ্যদ্রব্য খরিদ করিয়া আনিতেছে। দেখিতে দেখিতে এক গৌরাঙ্গ পুরুষ গাত্রের বোটক গন্ধ বাহির করিয়া আসিয়া পটাস শব্দে গাড়ীর দ্বার খুলিয়া “টিকেট” “টিকেট” শব্দ করিতে লাগিল। দেবগণ টিকিট দিয়া অপর যাত্ৰীগণের সহিত ষ্ট্রেশনের বাহির হইলেন । 象**