পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

, বর্ধমান । যম। যে এই জল পান করবে, তাহার ম্যালেরিয়া জর ও পেটে প্লীহা যকৃৎ দেখা দেবে ; কিন্তু শীঘ্র মরিবে না । ব্ৰহ্মা । ভাই, শস্ত্ৰ মারিস নে । নারা । গঙ্গাজলে কতটা ম্যালেরিয়া দিলে ? যম। গঙ্গার জলে স্রোতে ভাসিয়ে নিয়ে যায়, কাজ হয় না । কলিকাতাতেও পাইপের মধ্যে হাত ঢুকে না ; এই স্থানে আমি কিছু ক'রে উঠতে পারুচি নে। যে সব নদীর মুখ বন্ধ, জোয়ার ভাট খেলে না, সেই স্থানেই বিশেষ ফল দর্শায় । নারা । যে সমস্ত ম্যালেরিয়া সঙ্গে ক’রে এনেছ, এগুলি কি মৰ্ত্তীয় ? যম । ই, আজ কাল মর্তোও তৈয়ার হ'চ্চে । মিউনিসিপাল ভায়ার। গ্রাম ও নগরসমূহে রাস্তাঘাট প্রস্তুত করিয়া দিতেছেন, অথচ জল বাহির হইবার পথ রাখিতেছেন না। ইহাতে সমস্ত জল স্থানটাতে বসিয়া গিয়া ঐ মত্তীয় ম্যালেরিয়া প্রস্তুত হইতেছে । ঠাকুরদাদা ! আমি বিদায় হই, বিস্তর কাজ আছে । ইন্দ্র । এখন যাবে কোথায় ? যম । বর্ধমান দেখা হ’লে একবার হুগলী চুচুড প্রভৃতি স্থান সকল দেখবার ইচ্ছা আছে। বরুণ। ও সব স্থানে শ্রোতস্বতী গঙ্গ{ { যম । সহরের মধ্যে এদো ডোবারও অসম্ভাব নাই । উপ । কালান্তক কাকা, পাঁচকড়ি দ কেমন আছে ? “ভাল আছে" বলিয়া যম প্রস্থান করিলেন । পিতামহ জিজ্ঞাপ কৰূিলেন “যমের ছেলের নাম কি পাচকড়ি ?” বরুণ । আক্সে, ছেলে হয়ে হয়ে বঁচে না ব'লে পাঁচকড়ি নাম দিয়েছে । r এখান হইতে সকলে গোলাব-বাগের নিকট যাইয়া উপস্থি হইলে বরুণ কহিলেন, “এই স্থানের নাম গোলাব-বাগ । কেহ কেহ ইহাকে দেলখোসবাগও কহে । দেলখোস-বাগের ভিতরটা অতি রমণীয় । ইহা প্রায় এক মাইল দীর্ঘ। চতুর্দিকে পরিখা-বেষ্টিত। পূৰ্ব্বদিক ব্যতীত অপর কোনদিকে প্রবেশপথ নাই। ঐ পূৰ্ব্বদিকের দুই প্রান্তে দুটা গেট আছে। প্রথমতঃ পরিখার উপরিস্থ পোল পার হইয়া তবে প্রবেশ করিতে হয় । প্রবেশদ্বারে শাস্ত্রী পাহারা ।” ቖል'ኑ ,