পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

टेवकू% এই সময় নদী আসিয়া কহিল “ছোটকৰ্ত্ত এবং আর দুটি ঠাকুর আপনার নিকট আসিয়াছেন।” এই কথা শুনিয়া সদাশিব অত্যন্ত ভীত হইলেন এবং ভগবতীকে সম্বোশ্বন করিয়া কহিলেন, “প্রিয়ে ! বোধহয় স্বর্গে পুনরায় দৈত্যের উপদ্রব আরম্ভ করিয়াছে ; নচেৎ অসময়ে ইহাদের আসিবার কারণ কি ? যাহা হউক, তুমি কিঞ্চিৎ অপেক্ষা কর, আমি সবিশেষ জানিয়া আসি।” বলিয়া নন্দীসহ প্রস্থান করিলেন । তিনি বহিৰ্ব্বাটিতে উপস্থিত হইবামাত্র দেবগণ একে একে প্রণাম ও সাদর সম্ভাষণ করিলেন । শিৰ । স্বর্গের কুশল তো ? নারা । আজ্ঞে হা । শিব। তবে অসময়ে আসিবার কারণ কি ? নারা । আমরা কলিকাতা দর্শন করিতে যাব, সেইজন্তে বড়দাদ আপনাকে ডাকিতে পাঠাইয়াছেন । শিব। ভাই, এ অপেক্ষ আর সুখের বিষয় কি আছে ; তবে বাডি ফেলে আমার একদও কোন স্থানে যাবার যো নাই । আমি গেলে বিষয়কৰ্ম্ম দেখে, এমন লোক একটিও নাই । নারা । কেন, কাৰ্ত্তিক ও গণেশ বাবাজীরা আছেন, উহারা দেখিবেন । উপযুক্ত হইয়াছেন, এখন হতে বিষয়কৰ্ম্ম না দেখিলে চলিবে কেন ? শিৰ । মহাভারত ! ও-বেটার মানুষ হলে ভাবনা কি ? দুটো ছেলের একটাও মানুষের মত হলো না। কাৰ্ত্তিকেটা তো ঘোর ইয়ার হয়ে উঠেছে, রাতদিন কেবল আয়ন ক্রস নিয়েই আছে ; আর ল্যাবেণ্ডার ওডিকলন, প্রভৃতি কি ছাই ভষ্মগুলো মাথায় লেপছে। বেটা কালাপেড়ে সিমলার ধুতি না হলে পরেন না এবং পাঁচটাকা দামের চীনেম্যানের বাড়ির জুতো না হলে পায়ে দেন না। আমি পয়সা বঁচিয়ে বাঘছালে লজ্জা নিবারণ করে বেড়াই—বেটা আবার সিদ্ধের পাঞ্জাবী পরে তেড়ী কেটে বাবু সেজে বেড়ান। * ইন্দ্র । আপনি খরচপত্র দেন কেন ? শিব। আমি কি দিই ; আশ্বিন মাসে ওর মামার বাড়ি গিয়ে নিয়ে আসে।

  • কাৰ্ত্তিক ষে ঘোর ইয়ার, তাহ আমরা পূজার সময় দেখিয়াই টের পাইয়াছি।

33