পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৯২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

¢क्ब**ांद्र ऋॐ चांनंबन বাড়ীটা চীনদেশীয় ইষ্টক দ্বারা নিৰ্দ্ধিত। উহা সৰ্ব্বসমেত চারিতাল, গৃহগুলি অতি স্বাররূপে সাজান আছে। নারা । নারায়ণী মঞ্চিলের পার্থে যে বাড়ীট দেখা যাইতেছে, উহাতে কি হয় ? বরুণ । মহারাজের কাছারী-বাড়ী। ঐ বাড়ীতে রাজসরকারের আয় ব্যয় প্রভৃতির নানা বিভাগে নানাপ্রকার কাজ হইতেছে। রাজার পাঁচজন মেম্বরকে এক এক বিভাগ ভাগ করিয়া দেওয়া আছে। তাহারাই বাঙ্গকার্য্যের সমস্ত বিষয়ের হিসাব-পত্র দেখেন । ইহার পর দেবগণ লক্ষ্মীনারায়ণঙ্গীর বাটীতে প্রবেশ করিলেন । ইনি রাজবংশের কুলদেবতা। ই হার সেবার বন্দোবস্ত বড় সুন্দর ! বরুণ । পিতামহ ! চেয়ে দেখুন-চারিদিকে দালান, মধ্যে নাটমন্দির । শু দিকে দেখা যাইতেছে রাসমঞ্চ ও পিতলের রথ । দেবগণ দেবালয়ের স্বারে যাইয়া দেখেন,-গৃহমধ্যে বিগ্রহ বিরাজ করিতেছেন। প্রতিমূৰ্ত্তির সর্বাঙ্গে স্বর্ণালঙ্কার। রৌপথালে নৈবেদ্যাদি সাজান রহিয়াছে । ইন্দ্র। বরুণ ! নাটমন্দিরে এত ব্রাহ্মণ বসিয়া আছে কেন ? छू বরুণ । উহার ফলারে বামুন। লক্ষ্মীনারায়ণজীর বাটতে প্রত্যহ ব্রাহ্মণদিগকে প্রচুররূপে লুচি সন্দেশ আহার করিতে দেওয়া হয়। এজন্য উহারা আহারের প্রত্যাশায় বসিয়া আছে । এখান হইতে সকলে বাহির হইলে বরুণ কহিলেন “পিতামহ । সম্মুখে দেখুন-বাজার সরস্বতীপূজা ও দুর্গোৎসবের বাড়ী। এই বাড়ীতে প্রতিবৎসর অতি সমারোহের সহিত সরস্বতীপূজা ও দুর্গাপূজা হইয়া থাকে।” ইন্দ্র। যেমন সৰ্ব্বত্র প্রতিমূৰ্ত্তি নিৰ্ম্মাণ করিয়া পূজা করা হয়, এখানেও কি সেইরূপ হয় ? বরুণ। না ভাই ! এখানে দুর্গার প্রতিমূৰ্ত্তি পটে অঙ্কিত করিয়া পূজা করা হইয়া থাকে । ইহার নিকট বলি হয় না, তবে দিনে একটী করিয়া নারিকেল বলি দেওয়া হয় । - এখান হইতে সকলে স্কুলবাড়ী দেখিয়া গো-শালার নিকট উপস্থিত হইলে বরুণ কছিলেন “পিতামহ । এই গো-শালায় ৪•le •ট ভাল ভাল গাই এবং २e७•tी भश्षि आदछ । ७थांप्न ७कüी विश्वश् चांद्दछ्न । ॐांशंब नांव 曾●越