পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৯৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেৰগণের মর্ত্যে আগমন

  • ৰাব ! কষ্টিকারী আর নাই ।” পিতা কহিতেছে "আম-বেগুনের গাছটা কেটে দে, না হয় কচি কচি কুলের ভাল কেটে আন ।” ।

পুত্র । যদি কেহ জান্তে পারে, পাচন ষে বিকাবে না । পিতা । ওরে বাবা ! সকলেই আমার মত পণ্ডিত । সেই দিন বৈষ্ঠনাথ কবিরাজ আমার কাছে গুলঞ্চ কিস্তে এসেছিল, দোকানে গুলঞ্চ না থাকাতে আমি ছুটে বাড়ীর ভিতর থেকে একটা পাকা পুইগাছ খণ্ড খণ্ড করে এনে, ওজন ক'রে দিলাম। কবিরাজ মহাশয় গণে দাম দিয়ে সন্তুষ্ট হয়ে চ'লে গেলেন। যখন কবিরাজেরাই কপিরাজ হয়েছেন, তখন তুই ভাবচিস, কেন ? ছাই ভস্ম যা দিবি, তাতেই পয়সা হবে । . এই সময় মোট মাটারি সঙ্গে একটা বাবু আসিয়া রামদুলালের দোকানে উপস্থিত হইলেন । দেবগণ র্তাহার সহিত আলাপ করিয়া জানিলেন ইনি একজন ডাক্তার। দেশে কিছু না হওয়াতে বর্ধমানে আপিয়াছেন ! নারায়ণ বরুণের কাণে কাণে কহিলেন “যম কি ইহাদের খবর দিয়ে এসেছে না কি ?” ইক্স । এইবার বর্ধমান সহরট উৎসন্ন গেল । ডাক্তার। কি ব'লচেন মহাশয় ? ইন্দ্র। ব’লছি—বৰ্দ্ধমানে যেরূপ রোগের প্রাপ্তভাব, এইবার বুঝি ইহার ধ্বংস হয় । ভাক্তার। আঞ্জে, আমার নিকট এমন ঔষধ আছে দু এক দিনে রোগ মারাম করতে পারি। ডাক্তার বাবু চলিয়া গেলে রামদুলালের দোকানে বিস্তর মিছরির খরিদ্ধার আসিল । এমন কি, সে দশ পনরটা কুঁদে ভাঙ্গিয়াও খরিদ্ধার বিদায় করিতে । পারিল না । বেলা ১• টার সময় বাকার দিকে “হোয়া” “হোয়া” শব্দে শৃগাল ভাকিতে লাগিল। পথে অসংখ্য শব বাহির হইল, নগরে হাহাকার শব্দ উপস্থিত। এমন সৰ্ব্বনেশে ওলাউঠা এখানে কস্মিনকালেও হয় নাই, এক দাস্তেই কৰ্ম্ম নিকাশ ! ময়রাবে ছুটিয়া গিয়া বেণের দোকান হইতে কপূর্ব কিনিয়া আনিল ও কিঞ্চিৎ ময়রার কাপড়ে বাধিয়া দিয়া এবং নিজে একটা পু টুলি শুকিতে শুকিতে দেবগণকে কহিল “তোমরা পালাও, এখানে থাকলে মরে ষাৰে ।” ব্ৰহ্মা। মা ! মরণের কথা কে ব’লতে পারে ? যদি কপালে থাকে రి 8