পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৯৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

८क्वनं८अंबू ब८#ी चांशंभन করাতে তিনি সেই ক্ৰোধে কৃষ্ণনগরের রাজার সাহায্যে পুস্তকখানি প্রণয়ন । করেন, কিন্তু বর্ধমানবালীরা বিস্তা-সুন্দরের লীলাখেলাকে স্বদেশের গৌরব মনে করিয়া অম্লানমুখে “ঐ বিস্তাপোতা” “ঐ মালিনীপোতা" বলিয়া দেখাইয়া দেয়। ব্ৰহ্মা । ভারতচন্দ্র রায়ের বিষয় আমাকে সংক্ষেপে বল | বরুণ। ইনি ১১১৯ সালে, ( ১৭১২ খৃঃ অব্দে ) বর্ধমান জেলার অস্তি:পাতী ভূরস্কট পরগণার মধ্যে পাণ্ডুয়া নামক গ্রামে ব্রাহ্মণকুলে জন্মগ্রহণ করেন। ইহার পিতার নাম নরেন্দ্রনারায়ণ রায় । বর্ধমানের রাজা কীৰ্ত্তিচক্সের মাতাব সহিত নরেন্দ্রনারায়ণের বিবাদ হওয়াতে তাহার বাড়ী-ঘর লুষ্ঠিত ও যথাসৰ্ব্বস্ব অপহৃত হয় । পিতা নিঃস্ব হইলে ভারতচন্দ্র মাতুলালয়ে যাইয়া বাস করিতে লাগিলেন । ইহার পর তিনি বিশেষরূপে সংস্কৃত ও পারসী ভাষা শিক্ষা করিয়া নানা স্থান ভ্রমণপূর্বক পরিশেষে রাজা কৃষ্ণচন্দ্র রায়ের নিকট ৪০ টাকা বেতনের একটী কৰ্ম্মে নিযুক্ত হইলেন। তিনি দুটা করিয়া কবিতা রচনা করিয়া রাজাকে প্রতিদিন সন্ধ্যার সময় শুনাইতেন। রাজা তাহার কবিতা শ্রবণে সন্তুষ্ট হইয়া *রায়গুণাকর” উপাধি প্রদান করেন এবং অন্নদামঙ্গল ও বিদ্যাসুন্দর লিখিতে আজ্ঞা দেন। ইহার প্রণীত “নাগাষ্টক” নামক আটট কবিতা বিশেষ প্রশংসার যোগ্য । ইনি সংস্কৃত, পারসী, হিন্দী ও ব্রজবুলিতে অনেকগুলি কবিতা লিখিয়াছিলেন। ১১৬৭ সালে ( ১৭৬০ খ, অব্দে ) ৪৮ বৎসর বয়ঃক্রমকালে ইহার মৃত্যু হয়। ইনি বাল্যকালে বড় কষ্ট পান । অল্প বয়সেই পিতৃগৃহ পরিভাগ করিয়া পরপ্রত্যাশী হন। অনেক সময় সামান্ত শাক-ভান্ডও ইহার ভাগ্যে জুটে নাই । তথাপি অনেক কষ্টে বিস্তাশিক্ষা করেন। একবার মোক্তারি করিতে যাইয়া ফাটকেও গিয়াছিলেন । এখান হইতে দেবগণ পূৰ্ব্বমুখে যাইয়া বাকী পারে সর্বমঙ্গলার ঘাটে উপস্থিত হইলে বরুণ কহিলেন “পিতামহ । ঘাটের পশ্চিম পাশ্বে একটা কামান রহিয়াছে দেখিতেছেন। ঐ কামানটী প্রতিবৎসর দুর্গোৎসবের সময় মহাষ্টমী পুজার দিন সন্ধিপূজা আরম্ভ হইলে একবার করিয়া দাগ হয়।” ইন্দ্র । সম্মুখের ঐ পাচ চূড়াবিশিষ্ট মন্দিরটা কি ? বরুণ। ঐ সৰ্ব্বমঙ্গলার বাড়ী । দেবগণ ইহার পর সর্বমঙ্গলার বাড়ীতে প্রবেশ করিলেন। প্রথমতঃ তাহাবা সিংহদ্বার দিয়া প্রবেশ করিয়া একটী বাগানবাটীতে উপস্থিত হইয়া কতকগুলি শিবমন্দির দেখিলেন। তৎপরে ভিতরে প্রবেশ করিয়া দেখেন, দেবীমূৰ্ত্তি 'கு து