পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৯৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- বর্তমান মন্দিরে বিরাজ করিতেছেন। মন্দিরের সন্মুখস্থ নাটমন্দিরে অনবরত বলিদান হইতেছে। নারায়ণ বৈষ্ণব। অতএব পাট কাটা দেখিয়া “ঐবিষ্ণু ঐবিষ্ণু' বলিতে বলিতে পলাইয়া আসিলেন । সুতরাং দেবগণের ভাগ্যে ভাল করিয়া সৰ্ব্বমঙ্গলা দেখা ঘটিল না। তাহারা দেবীকে প্রণাম করিয়াই প্রত্যাগমন করিলেন । এখান হইতে র্তাহার রাজকুমারীর প্রতিষ্ঠিত নবদুর্গ দেখিয়া, উইল বাড়ীর মধ্যে প্রবেশ করিয়া যে দিকে চাহেন, দেখেন অসংখ্য সং সাজান রহিয়াছে ; সংগুলির মধ্যে দেবতা সংই অধিক। কোন স্থানে নারায়ণ কংসকে বিনাশ করিতেছেন ; কোন স্থানে রামরাবণে যুদ্ধ বাধিয়াছে, উভয় পক্ষের কতকগুলো বানর ও রাক্ষসফৌজ দাড়াইয়া আছে। কোন স্থানে যাত্রা হইতেছে ; এক দিকে বসিয়া পুরুষগণ শুনিতেছেন, অপর দিকে চিকের মধ্যে স্ত্রীলোকেরা বসিয়া আছেন। কোন স্থানে অহলা পাষাণীর উপর দাড়াইয়া রামচন্দ্র পুষ্পচয়ন করিতেছেন। একস্থানে শ্ৰীকৃষ্ণ গোপিনীদিগের বস্ত্রহরণ করিয়া কদম্ব গাছের শাখায় বসিয়া হাসিতেছেন । নিয়ে দাড়াইয়া উলঙ্গিনী স্ত্রীলোকেরা বস্ত্র ভিক্ষা করিতেছে । এখান হইতে সকলে রাজার হাসপাতালের নিকট উপস্থিত হইলে “এই যানেওয়াল৷ ” “এই যানেওয়ালা !” শব্দ করিতে করিতে একখানি বগী, ঘোড়ার পায়ের “খটখট” শব্দের সহিত “পোইস পোইস” শব্দে নক্ষত্রবেগে চলিয়া গেল। দেবতারা রাস্তার একপার্থে দাড়াইয়া শকটারোহী বাবু চুটীর প্রতি চাহিয়া দেখিতে লাগিলেন । বরুণ কহিলেন “ঐ ছোটট বেটা, বড়টী বাপ । কেমন এয়ারকি দিতে দিতে যাচ্চে দেখুন, বর্ধমানে বাপ বেটাতেও এয়ারকি চলে।” উপ। বরুণ-কাকা। তবে ত এ বড় মজার জায়গা। আমার এখানে একটু চাকরী হয় না ? তা হ'লে বাবাকে এনে এয়ারকি দিই ! নারা। আ মরি মরি! উপ’র কি সূক্ষ্মবুদ্ধি ! ইন্দ্র । ও কেমন লোকের ছেলে ! এখান হইতে সকলে তেলমাড়াই নামক স্থানে উপস্থিত হইয়া শুনিলেন একটা বেঙ্গ স্বমধুর স্বরে কীৰ্ত্তন গাহিতেছে। দেবতারা অনেকক্ষণ পৰ্যন্ত কীৰ্ত্তন শুনিলেন । ইজ কহিলেন “পিতামহ ! আপনি বলিয়াছেন দিনের ऋथा ७कबांब बांज इब्रिनांश कब्रिप्ण नर्क नांनं रहेरउ जूङ रहेब ठेवङ्tई थाहेष्व । مهووية