পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/২৯৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বর্তমান বরুণ। দেবরাজ ! সম্মুখে দেখ একটা গিজ। এই গিজটাি রেভারেও জে, ওয়েব্রেট নামক একটা সাহেব দশ হাজায় টাকা ব্যয়ে নির্মাণ করেন। গির্জার সম্মুখে ঐ যে পুষ্করিণীটা দেখিতেছ—পূৰ্ব্বে বোম্বেটের মানুষ খুন করিয়া উহাতে ফেলিয়া দিত। এখান হইতে কিছু দূরে থাইলে বরুণ কহিলেন, “পিতামহ । এই স্থানের নাম পুরাতন বর্ধমান। ১৬২১ অবো মুসলমানেরা এই স্থান আক্রমণ করে। ১৬৯৫ অব্দে সবর্ণসিং নামক একজন জমিদার এই স্বানে বিদ্রোহ উপস্থিত করে এবং বর্ধমানের রাজাকে হত্যা করিয়া তাহার পরিবারবর্গকে রুদ্ধ করিয়া হুগলি নগর আক্রমণ করিয়াছিল । এই কারণেই ইংরাজের বিনা করে কলিকাতার পুরাতন কেল্লা মেরামত ও তাহার চারিদিকে থাত খনন করিবার অনুমতি প্রাপ্ত হন । বিদ্রোহকারী জমিদার পদ্ধমানের রাজপরিবারস্থ যে সমস্ত লোককে রুদ্ধ করে, তন্মধ্যে রাজকুমারীকে পরম সুন্দরী দেখিয়া তাহার সতীত্বনাশের চেষ্টা করিলে-রাজকন্যা অস্ত্রাঘাতে তাহার জীবন নষ্ট করেন ও সেই অস্ত্র নিজ বক্ষে বসাইয়া প্রাণত্যাগ করেন।” ব্ৰহ্মা । নারায়ণ । দেখ, এখনও সতীরা সতীত্ব রক্ষা করিতে প্রাণ পর্যন্ত দিয়া থাকেন । - এখান হইতে এক স্থানে উপস্থিত হইয়া বরুণ কহিলেন, "পিতামহ । সম্মুখে যে কালীমূৰ্ত্তি দেখিতেছেন, ইনিই শ্মশানব লীি । লোকে বলে—মশানে সুন্দরের প্রাণদও করিতে লইয়া যাইলে দেবী এই মূৰ্ত্তিতে দেখা দিয়া তাহার জীবন রক্ষণ করিয়াছিলেন ।” ইহার পর তাহারা অপর এক স্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ ! এই স্থানে মানসিংহ এবং তোডরমল্প এক সময় সৈন্য সামস্তসহ তাম্বু ফেলিয়া বাস করিয়াছিলেন এবং এই স্থানেই জাহাঙ্গীরের আজ্ঞায় শের আফগানের প্রাণ বিনষ্ট হইয়াছিল।” নারা। বরুণ! জাহাঙ্গীর কি কারণে শের আফগানের প্রাণ লইতে च्यांख्नो gसन ? বরুণ । মেহের উন্নিসা নামে শের আফগানের অদ্বিতীয় পরম সুন্দরী স্ত্রী ছিল। ঐ স্ত্রীর উপর জাহাঙ্গীরের বাল্যকাল হইতে লোভদৃষ্টি পতিত হয়, কিন্তু প্রথমে কৃতকার্ষ্য হইতে পারেন নাই। পরে দিল্লীর সিংহাসনে আরোহণ করিয়াই ঐ স্ত্রীকে প্রাপ্ত হুইবার জন্ত শের আফগানকে হত্যা করা হয়, এবং ves