পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন আমার শ্বশুরই তো ছেলেগুলোর মাথা খাচ্চেন ; বল্পে শুনেন না, লুকিয়ে লুকিয়ে রেজেষ্টারি করে নোট পাঠান। আবার গিরি-মাণীও কম নন-যা দুই-একপয়সা পান, কাৰ্ত্তিক ও গণেশকে-দেন। ইন্দ্র। গণেশটি কেমন ? শিব । দাদার ভাই । বেটা প্রত্যহ আধ মণ করে সিদ্ধি খায় । দুঃখের কথা বলবো কি,-- আজকাল আবার নাম হয়েছে সিদ্ধিদাতা গণেশ । নারা । বেশ হয়েছে—যেমন বুড়ো বয়সে বে বে করে হেদিয়েছিলেন, তেমনি ফলভোগ করুন। বে। আবার মধ্যে মধ্যে রাগ করে ঐ ছেলেদের কোলে নিয়ে বাপের বাড়ি যান নয় ? শিব। এখন আর সে রোগটা নাই । নারা। সাধ করে ? বুড়ে বয়সে বাপের বাড়ি গেলে বাপে জায়গা দেবে কেন ? আর ক্রমে ক্রমে যেরকম মাগ্যিগণ্ডার দিন হয়ে উঠছে ! ইন্দ্র । তবে আমরা উঠি । শিৰ । না না-যাবে কেন ? পিঠেপুলি হচ্চে খেয়ে যাবে না ? নারা । আজ্ঞে, তা হবে না। আমাদের আবার সত্বর মর্ত্য হতে ফিরে আসতে হবে। দেবগণ এই কথা বলিয়া মানসসরোবরে যাত্রা করিলেন। সেই রাত্রি তথায় অবস্থিতি করিয়া তৎপরদিন ব্রহ্মার সহিত সকলে হরিদ্ধারে আসিয়া উপস্থিত হইলেন । * হরিদ্বার হরিদ্বার প্রবেশ করিয়া ব্ৰহ্মা কহিলেন, “ঐ যা ! আসিবার সময় আমাদের পূৰ্ণঘট-দর্শন এবং সিদ্ধি ও বিন্ধপত্রের আভ্রাণ গ্রহণপূর্বক সাতবার দুর্গানাম জপ করিয়া যাত্রা করা হয় নাই। এক্ষণে মন খারাপ হইতেছে, চল ফিরে যাই।”

  • কথিত আছে, হরিস্কারের অনতিদূরে মানস সরোবর। এবং হরিদ্বারই সর্গের স্বারস্বরূপ, সেই কারণে বোধ হয় দেবগণ ঐ স্থানে আসিয়া উপস্থিত হন ।

\38