পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩০২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মধ্যে জাগমন ব্ৰহ্মা। এই সকল পল্লীগ্রামের জমীদারের কেমন ? বরুণ। ইহাদের মধো কাহারও কাহারও মন বড় ক্ষুত্র। একবার এ খ জমীদার একগাছি ইক্ষু হস্তে করিয়া দাড়াইয়া আছেন, এমন সময় তাহাৰ । একটা শিশুপুত্র ছটিয়া আসিয়া কহিল “বাবা । আক দে।” এই সময় তাহার একটা ভ্রাতুষ্পুত্র ছটিয়া আসিয়া কহিল “জোঠা মহাশয় ! একটু জাক দেও * বাবুর ভ্রাতুষ্পুত্রকে ফাকি দিয়া আকগাছটি পুত্রকে দিবারই ইচ্ছা ছিল ; কিন্তু সে জাসিয়া উপস্থিত হওয়ার অগত্য আকগাছটি দুই খণ্ডে ভাদির ভগার দিকৃটে ভ্রাতু-পুত্রকে দিতে গেলেন। সে কহিল, “এখানা নয়, ও হাতের খান।” ইহাতে তিনি প্রতারণা করিবার অভিপ্রায়ে যতবার হাত ফেরফার করেন, সেও ততবার বলে “জ্যেঠামহাশয় । ঐ খান ।” বালকের পিতা বারাগু হইতে এই ঘটনা দেখিয়া হাসিতে হাসিতে নামিয়া আসিয়া কহিলেন, "দাদা! চলুন বিষয় ভাগ করিগে।” বাৰু কছিলেন ‘কেন ভাই ?” ভাত কহিলেন ‘দাদা ! একগাছি আক নিয়ে আমার পুত্রকে প্রতারণা করিতে চেষ্টা প্ৰাইতেছেন, যদি আজ কিংবা কাল আমার মৃত্যু হয়, তবে বিষয় লইয়া আমার শিশুটার সহিত যে কি করিবেন বলিতে পারি না।" বলিয়া ব্ৰহ্মা। কলিতে এরূপই হইবে। ভাল বরুণ । ঐ ষে একটা বাস্তা দেখা যাইতেছে, ও রাস্তাটা কোথায় গিয়াছে ? - বরুণ। রাস্তাটির নাম গ্রাও ট্রাঙ্ক রোভ। ও রাস্ত পলত নামক স্থান হইতে আরম্ভ হইয়া হুগলি, মগরা,পাণ্ডা, মেমরি, বৈচি ও বর্ধমানের নিকট দিয়া রাণীগঞ্জ অভিমুখে চলিয়া গিয়াছে। * ऐछ। बांखाद्रि नाथ कि -dm७ ईोर cबछि । ऐशबाजबारण कि স্বাস্তা-ঘাটেরও নাম আছে ? - r . বরুণ । অাছে বৈ কি। যথা—গবর্ণমেন্ট রোভ, ফেরিষ্কও হইতে উত্ত টাকায় নির্মিত ফেরিফও রোভ, মিউনিসিপাল রোড, এবং সাহায্যকৃত ७ि श्डानि । -- * ং ইন্দ্র। আমরাও স্বর্গে গিয়া রাস্তার নামকরণ করিব। আবার ট্রেন ছাড়িল এবং অনতিবিলম্বে উপ পাওয়ার মসজিদ দেখিয়া চীৎকার শৰে কহিল বরুণকাকা! ওটা কি ?” ' - বরুণ। পাণ্ডুয়ার ট্রেন এল ।