পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩০৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

T - * * , পাণ্ডুয়া ব্ৰহ্মা। গোযুদ্ধ কি ? * * * * বরুণ। ১২৪ • সালে এখানকার রাজসরকারে এক মুলী বাস করিতেন । রাজকাৰ্য্য পারস্তভাষায় তরজমা করিয়া সম্রাটের নিকট পাঠাইবার জন্ত ইনি মোগল সরকার হইতে নিযুক্ত হইয়। জাইসেন। মুন্সী এক সময় নিজ পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে অতি গোপনে একটী গরু কাটেন এবং পাছে কেহ দেখিতে পায়, এই আশঙ্কায় উহার হাড় ও পাজরাগুলা পুতিয়া রাখেন। দুর্ভাগ্যবশতঃ ঐ সমস্ত হাড় মাংসলোভী শৃগালগণ কর্তৃক মৃত্তিক হইতে বহিষ্কৃত হয়। তাহ দেখিয়া হিন্দুর অত্যস্ত রাগাম্বিত হইয় উঠে এবং কে এই পাপকাৰ্য্য করিয়াছে তাহার অঙ্গুসন্ধান করিতে থাকে পরিশেষে তাহার জানিতে পারে—মূলী পুত্রের অন্নপ্রাশন উপলক্ষে এই গৰ্ছিত কাৰ্য্য করিয়াছে। তখন নগরস্থ যাবতীয় হিন্দু সশস্ত্রে দলে দলে রাজসমিধানে যাইয়া কহিল, “মূলীর প্রাণদও করিতে অজ্ঞা হউক, অঙ্কখা তাহাকে আমাদিগের হন্তে অর্পণ করা হউক।” রাজা ইহাতে সম্মত না হওয়াতে বিদ্রোহিদল রাজপুত্রকে হত্য করে। রাজা উপস্থিত বিপদ হইতে উদ্ধার পাইবার জন্ত মোগল সরকারে জানাইলেন, কিন্তু কোন ফল প্রাপ্ত হইলেন না ; অগত্য র্তাহাকে প্রজাদিগের সহিত যোগ দিতে হইল। মূলী গোলযোগ দেখিয়া ইতঃপূৰ্ব্বে নগর হইতে পলায়ন করে এবং গ্রামে গ্রামে নগরে নগরে পর্যটন করিয়া অসংখ্য মুসলমান সংগ্ৰহ করিয়া পাওয়া নগর আক্রমণ করে। ক্রমে গরুকাটা যুদ্ধ আরম্ভ হইল। এই যুদ্ধে ক্ৰমান্বয়ে ৬০ জন রাজা ও অসংখ্য হিন্দুসেন হতাহত হইলে শেষে মুসলমানেরাই জয়লাভ করিল এবং হিজুদিগকে নগর হইতে বহিষ্কৃত করিয়া দিয়া নিজেরাই বাস করিতে লাগিল। তদবধি পাণ্ডুয়। হিন্দুরাজ্য হইতে বিচ্যুত হইয়া মুসলমান-প্রধান স্থান হুইয়াছে। - - - নারা । মন্দিরমধ্যে এক্ষণে অাছে কি ? y বরুণ । লোক বলে—মন্দিরের চূড়ায় মুসলমান সাধু সা-সফির ভ্রমণেরলৌহ নির্মিত ছড়ি আছে। মুসলমান যাত্রীর প্রতি বর্ষে পৌষ মাসে ঐ ছড়ি পূজা করিবার জন্ত দলে লে জাসিয়া থাকে। সেই সময়ে এই উপলক্ষে একটা কুৱা মেলা । ● ইন্দ্র । মন্দিরের ওদিকে ওটা কি ? বরুণ। গরুকাটা যুদ্ধে মুসলমানদিগের যিনি নেতা ছিলেন, তাহারই কবর । is ♥»ግ