পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩০৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন তিনি যুদ্ধে জয়লাভ করিয়া কিছু দিন বিশ্রাম সুখভোগের পর এই স্থানেই মৃত্যু হওয়ায় ঐ কবরে বিশ্রাম করিতেছেন। - ব্রহ্মা । সম্মুখে এটা কি ? - বরুণ। আঙ্কে, ইহা একটা মসজিদ। ইহা প্রায় দুই শত ফিট লম্বা এবং ইহাতে ৬-টা গম্বুজ আছে। এই মসজিদের প্লাটফরমে সা-সফি সৰ্ব্বদা উপবেশন করিতেন । এখান হইতে দেবগণ পীরপুকুর দেখিতে চলিলেন। যে দিকে যান, কেবল বঁাশবন। এক স্থানে উপস্থিত হইয়া দেখেন—একটা প্রাচীন মুসলমান রমণী ছাগলকে বাশপাত খাওয়াইতেছেন । নিকটে দাড়াইয়া একটা বাৰু কহিতেছে “ই গা চাচী, এখানে রাধা কুঁকড়োর মাংস বিক্রয় হয় ?” - - বৃদ্ধা কহিতেছেন "আমিই মধ্যে মধ্যে বেচি, বেণেদের ছেলে-পিলের বামে হ’লে ৰোল কিনে নিয়ে যায়।” বাৰু। আমি ঝোল খাব না, রাধা মাংস খাব। লুচি দিয়ে খেতে সাধ হয়েছে । বুদ্ধা। ওমা ! তুমি বল কি ? তা হ’লে ষ্টি দুরা তোমার ঘরে নেবে কেন ? বাৰু। চাচী! ডুব দিয়ে জল খেলে শিবের বাবাও টেৰ পান না। আর আজকাল কি ওসব বিচার আছে ? ব্ৰহ্মা ঐবিষ্ণু ! এ কি ! এদিকে এমন সভ্যভব্য, কুঁকুড়ো খায় ? বরুণ, পেড়ে থেকে পালাই চল। * לארי * - বরুণ দেবগণকে লইয়া পীরপুকুরের পাড়ে গিয়া উপস্থিত হইলেন, এবং কহিলেন "ইহারই নাম পীরপুকুর । পুষ্করিণীটা প্রায় পাঁচশত বৎসরের হইবে। ইহা চল্লিশ ফিট গভীর। পুষ্করিণীর তীরে দেখুন—একটা এমামবাড়ী এবং গোযুদ্ধের মৃত সেনাপতিদিগের কবর রহিয়াছে। এখানে অনেক মুসলমান সাধুত্ব কবর আছে। এমামবাড়ীটি ফতে খা নামক এক ব্যক্তি দ্বারা নির্মিত হয়। নারা । বরুণ ! ঐ ফকির ব’লে কি করিতেছে ? - বরুণ । উনি এই পীরপুকুরের রাজা । পুকুরের যাবতীয় জগজন্তু উইার আজ্ঞাকারী। এই জলে একটি কুম্ভীর আছে, উনি ভাকিলে ভাঙ্গয় জাইলে । উপ এই কথা শুনিয়া চুটিয়া গিয়া কছিল.*ওগো, একবার কুমীর ভাক না।” ফকির কহিল, “কিছু খাইতে না দিলে আসিবে কেন ?" উপ তৎপ্রবণে \9>bア