পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাণ্ডুয়া একটা পয়সা দিল, ফকীর “ফতে খ 1 !” শবে অকিতে লাগিল, অমনি কুম্ভীরটি ভাঙ্গায় আসিয়া উপস্থিত হইল । বরুণ । পিতামহ । আমাদের যেমন গঙ্গাস্বানে মহাপুণ্য, মুসলমানদিগের তেমনি পীরপুকুরে স্বান করিলে মহাপুণ্য সঞ্চয় হয় ; এজন্ত তিথি-নক্ষত্রবিশেৰে অনেক মুসলমান যাত্রী এখানে স্বান করিতে আইসে । উপ। বরুণকণক ! এসনা—আমরা পীরপুকুরে স্বান করি । বরুণ । না, না, ও বাশপাতা-পচা জলে স্নান করিলে ম্যালেরিয়া জর হবে । এই সময়ে দেবগণ দেখেন খামার মা, ক্ষেমার মা, মেস্তার মা বাঝ মেয়েদের সঙ্গে করিয়া দরদেশ হইতে সিন্নি ভাসাইতে আসিতেছে । খামার মা কহিতেছে—“আহা ! শুমার আমার ছেলে হবার জন্ত কত কি করিলাম, কত কবচ ধারণ, হোম, পূজা করা হ’ল, কিছুতেই কিছু হ’ল না। বড় মাসী ব'ল্লেন 'মা এত কারচো কেন ? পেড়োয় গিয়া সিন্নি ভাসিয়ে এস ; যদি ভাসে, নিশ্চয় খামার ছেলে হবে।’ তাই শুনে ত এলাম, এখন কপালে কি আছে পীরই জানেন।” ক্ষেমার মা কহিল “আমারও ঐ জন্তে আসা ; এখন বাবা মাণিকপীর যদি আমার ক্ষেমার কোলে একটি রাঙ্গা খোকা দেন, আবার এসে ভাল ক’রে সিন্নি দেব । সকলে ব'ল্লে—তারকেশ্বরের মোহন্তের কি একটা ভাল ঔষধ আছে, সেই খানে নিয়ে যাও, নিশ্চয় ছেলে হবে । শুনে যাবার উদযোগ ক'বুচি, এমন সময় জামাই যেতে দিলেন না । ব’য়েন— মোহন্ত ঘানী টানতে গিয়ে সে চমৎকার ওষুধটাে ভুলে এসেছে।” উপ। কর্তা জোঠী ! আবার সেই ফেডাটা টন টন ক'বৃচে । পিতামহ ভয় নাই ; ভয় নাই” “তারকনাথ তোকে ভাল করবেন” বলিয়া চারিট পয়স। উপর কপালে স্পর্শ করাইয় গেটে রাখিলেন এবং সকলে স্ত্রীলোকদিগের পশ্চাৎ পশ্চাৎ অসিয়া সিন্নি ভাসান দেখিবার জন্য পুকুরের নিকট উপস্থিত হইলেন। পুষ্করিণীর তীরে উপস্থিত হইয়া খামার মা, ক্ষেমার মা, মেস্তার মা উৰু হইয়া “টিপ” “টিপ” শৰে পীরকে প্রণাম করিল, এবং পোটল হইতে কলার পাতে বাধা সিন্নি বাহির করিল। প্রথমে খামার মা জলে সিন্নি দিলেন। বোমাত্র একটা মৎস্ত আসিয়া পাত-স্থদ্ধ লিন্ত্রি লইয়া জলে ডুব দিল ; স্ত্রীলোকেরা সবিস্মযে কহিতে লাগিলেন "পীর ডুবাইয়াছেন—এখন ভাসলে বঁচি । তাহা হইলে বাছা আমার ছেলে কোলে পাবে।” কিয়ৎক্ষণ পরে 'చి 3