পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩১২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্তে আগমন এই সময় জাকাশে সে সে শব্দে মেঘ জাসিয়া দেখা দিল । *ছড়মূড়” শবে মেঘ গর্জন করিতে লাগিল এবং চতুর্দিক অন্ধকার করিয়া “ঝুপ ঝাপ” শব্দে মুষলধারে বৃষ্টি আরম্ভ হইল। ট্রেনও জলে ভিজিতে ভিজিতে খন্তেন , ষ্টেশনে আসিয়া উপস্থিত হইল। ষ্ট্রেশনটা দেখিলে বোধ হয়—যেন প্রাস্তুর মধ্যে একটী শিবমন্দির ; কিন্তু রেলওয়ের সুব্যবস্থায় ইহার মধ্যে যাহা চাও তাহাই পাইবে । গৃহের এক প্রান্তে টেলিগ্রাফ চলিতেছে। এক প্রাস্তে টিকিট বিক্রয় হইতেছে এবং একজন চাপরাশীও “খন্তেন” “খন্তেন” বলিয়া চীৎকার করিতে ছাড়িতেছে না । ট্রেন থামিবামাত্র ষ্টেশনমাষ্টার ভিজে বিড়ালের মত গৃহ হইতে বাহির হইয়া ভিজিতে ভিজিতে গাডের নিকট আসিলেন । ব্ৰহ্মা। বরুণ ! বড় চমৎকার কলই ক’রেছে, ঝড় বৃষ্টি—কিছুতেই থেমে থাকে না । যাহা হউক, যত পথ এলাম, প্রত্যেক ষ্টেশনেই কি রাত্রে, কি দিনে, কি সন্ধ্যায়, কি প্রাতঃকালে, কি ঝড়, কি বৃষ্টি, সকল সময়েই দেখিলাম টুপিতে ইংরাজী লেখা এক এক ব্যক্তি উপস্থিত হইয়া “ঘণ্টা মার” না বলিলে গাড়ী চলিতেছে না। তাল বরুণ ! উহারা কে ? আমি দেখিতেছি, উহাদের মত দুর্ভাগ্য জীব জগতে আর নাই । অতএব কি পাপে উহারা এরূপ কৰ্ম্ম ভোগ করিতেছে, আমাকে বিশেষ করিয়া বল। বরুণ । পিতামহের স্বরণ থাকিতে পারে—এক সময় ভগবান অনস্তদেব বামনরূপে পৃথিবীতে জন্মগ্রহণ করিয়াছিলেন। তিনি বলি রাজাকে সত্যে বদ্ধ করিয়া একটা পণ্ডিত এবং একশত আটটা মূর্থের স্বষ্টি করিলেন এবং রাজাকে কছিলেন “রাজন ঘদি স্বর্গ কামনা কর, এই একশত আট মূর্ধকে সঙ্গে লইয়া যাইতে পার ; আর যদি পাতাল কামনা কর, এই পণ্ডিতটিকে সঙ্গে লইতে পার ।" বলি তৎপ্রবণে কহিলেন, "ভগবন। এক আধটা মূৰ্খ হুইলেও আমি সঙ্গে লইয়া স্বর্গে যাইতাম না, অতএব একশত মূর্থের সহিত আমি কি প্রকারে স্বর্গে বাস করিব ? আপতি আমাকে ঐ পণ্ডিতটা প্রদান করুন, পাতালেই প্রবেশ করি।” বামন তৎপ্রবণে পণ্ডিতটা প্রদান করিলে বলি রাজা পাতালে প্রবেশ করিলেন। বলি পাতালপ্রবেশ করিলে ঐ একশত আট মুখ কাদিতে কাদিতে কহিল “প্রভো । আমাদিগকে কৃষ্টি করিলেন, এক্ষণে আমরা কি কাজ করিব আজ্ঞা করুন।” তৎপ্রবণে নারায়ণ কহিলেন, “কলির মধ্য সময়ে ৰখন ইংরাজরাজ ভাগীরথীর চতুসীমা বন্ধন করিয়া রেলওয়ে లి:8