পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ক্রিবেণী নারায়ণ কহিলেন, “ঠাকুরদার আমাদের মরিবার বয়স, এক্ষণে হাতে ৰাজু তাবিজ দিয়াছে কেন ?” এই সময়ে কেবল ছলে ও নিধিরাম ঘোষ প্রভৃতি পাস্তা খেয়ে দলে দলে ঠাকুর দেখিতে আসিতে লাগিল। তাঁহাদের পরিধানে ময়লা কাপড় । ধোপ চাদর কোমরে বাধা । গলে কাঠের মালা, হস্তে বীশের লাঠি ; স্কন্ধে । ছেলে। সকলেই প্রতিমার সম্মুখে আসিয়া স্কন্ধ হইতে ছেলে নামাইয়া "য়া বেম্মা, অগ্নি ভয় থেঙে রক্ষে ক'রে।” বলিয়া সাষ্টাঙ্গে প্রণাম করিতে লাগিল, উপ । কৰ্ত্ত জেঠা ! তোমাকে মা ব'লচে ? ওদের পুরুষ স্ত্রী জ্ঞান নেই। বরুণ । উহারা বলে—যিনি প্রসব করেন, তিনিই মা । অতএব ব্ৰহ্মা যখন এই বিশ্ব-ব্ৰহ্মাণ্ডের স্বষ্টিকর্তা, তখন তিনিই মা । এই সময় পুরোহিত পূজা করিতে আসিলেন । র্তাহার মস্তকের চুঙ্গ ফেরান। পরিধানে কালাপেড়ে ধুতী । গলে একগোছা ধোপ দেওয়া যজ্ঞোপবীত–মালাকারে রক্ষিত, পায়ে বুট স্বতা । হস্তে একখানি পুষ্পপাত্রে কতকগুলি পুষ্প, এবং অর্ঘ্য করিবার জন্য যৎসামান্য অতিপতঙুল রহিয়াছে। তিনি উপস্থিত হইয়াই “রামধন ৷” —“রামধন ৷” শব্দে ডাকিতে লাগিলেন । শ্রবণমাত্র বাজারের কর্তা দোকানদণর এবং বারইয়ারির হেড পাণ্ডা রামধন কুণ্ডু আসিয়া উপস্থিত হইল । - পুরো । পুজার নৈবেদ্যাদি কই ? রাম । আজ্ঞে, যাত্রার দল আসবে ন! শুনে সকলেই হতাশ হ’য়ে পড়েছে ; কে আর নৈবেদ্য ক’রে দেয় । আপনি ঐ অর্ঘ্যের চালগুলি ভাগ ক’রে গঙ্গাজল ও পুষ্প দিয়ে পূজা শেষ করুন। প্রতিমা বিসর্জন হ'লে দৈনিক এক সিকার হিসাবে যাহা পাওনা হয়, দেওয়া যাবে। পুরে। উত্তম মতলৰ ক’রেছ। পিতামহ পূজার ভাবভক্তি ও বরাদ শুনিয়া “পাজি বেটা।”—বলিয়া চড় তুলিয়া মারেন আর কি। অমনি বরুণ গা টিপিয়া নিষেধ করাতে চাপিয়া গেলেন । পুরে। যাত্রার কি হ’ল ? : রাম। তারা চিঠি লিখেছে—এখানে গাইতে পারবে না। আজ লোক পাঠিয়ে ব’লে দিইচি—যে দল পায়, তাই যেন নিয়ে আসে। দেবগৎ এখান হইতে যাইয়া একটি দোকানঘরে বাস করিলেন । বন্ধৰ - as a ◊ቸ÷÷ል »