পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেৰগণের মর্ত্যে আগমন ইনি রাজপ্রতিনিধি ওয়ারেণ হেষ্টিংসের আদেশে “বিবাদভঙ্গীর্ণবসেতু" নামক একখানি বৃহদাকার হিন্দু ব্যবস্থা-গ্রন্থ প্রণয়ন করিয়া গবর্ণমেণ্ট হইতে মাসিক পঞ্চশত মুদ্রা বৃত্তি লাভ করেন। সার উইলিয়ম জোন্স ইহার নিকট সংস্কৃতভাষা শিক্ষা করিতেন । ইহার জীবদ্দশায় কলিকাতা ও হুগলি হইতে বড় বড় সাহেবেরা ইহার নিকট ত্রিবেণীতে পরামর্শ লইতে আসিতেন। ইনি একশত গ্রয়োদশ বৎসর জীবিত থাকিয়া প্রাণত্যাগ করেন। দেবগণ বাজারে আসিয়া দেখেন—পাওরে হরিধ্বনি দিতেছে। কারণ বারইয়ারি তলায় যাত্রার দল উপস্থিত । চাহিয়া দেখেন—গোপ-কামান কাল কাল মিন্সেগুলো এবং মস্তকে স্ত্রীলোকের স্তায় চুলওয়াল ছেলেগুলো দাড়াইয়। আছে । বরুণ কহিলেন, “উহারাই যাত্রার দলের লোক ৷” দেবতারা পুনরায় ভাগীরথীতে সন্ধ্যা আহ্নিক করিতে চলিলেন। উপ, দোকানঘরে র্তাহীদের দ্রব্যাদি আগলাইবার জন্য বসিয়া রহিল। চাদনীতে উপস্থিত হইয়া বরুণ কহিলেন, “বাম দিকে দেখা যাইতেছে ডাকাইত-প্রধান স্থান ডুমুরদহ। এক সময় ঐ স্থানের বালক বৃদ্ধ সকলেই ডাকাইত ছিল। ঐ গ্রামের লোকেরা বাটীতে অতিথিদিগকে বাসা দিয়া রজনীতে প্রাণ সংহার করিত। দিবসে মৎস্তজীবীরা মৎস্ত ধরিত এবং রজনীতে নৌকায় বোম্বেটেগিরি করিত। ফলতঃ সে সময়ে কি জলপথ, কি স্থলপথ, কোন পথেই ভূমুরদহের নিকট দিয়া টাকা কড়ি সহ কেহ যাইলে নিস্তার থাকিত না। প্রায় ৬• বৎসর অতীত হইল, বিখ্যাত ডাকাইত বিশ্বনাথ বাবু এই স্থানে বাস করিতে । ইহার অধীন ভাকাইভের নৌকাযোগে যশোহর পর্ব্যস্ত ভাকাইতি করিয়া বেড়াইত। পরে মত্ত অবস্থায় বিশ্বনাথ বাবু কতিপয় সঙ্গীর সহিত ধৃত হন ও র্তাহার ফাসি হয় । যে বাড়ীতে তিনি বাস করিতেন, উহ! গঙ্গাতীরের সন্নিকটস্থ একটি দোতালা কোঠা । ঐ বাড়ীর ছাদ হইতে গঙ্গার বহুদূর পর্যন্ত কোথায় কে আছে দেখিতে পাওয়া যাইত-” নারা । বাবু ডাকাইত ? বরুণ । হ্যা, ইনি জগ্রে সংবাদ দিয়া শিবিকারোহণে ডাকাইতি করিতে যাইতেন। এক সময়ে আশানন্দ টেকী এই ডুমুরদহে বড় রঙ্গ করিয়াছিলেন । ইন্দ্র । আশানন্দ টেকী কে ? বরুণ। ইনি অত্যন্ত বলবান পুরুষ ছিলেন এবং দুই হন্তে দুইটা ঢেকী তুলিয়া অবলীলাক্রমে ঘুরাইতে পারিতেন বলিয়া টেকী উপাধি প্রাপ্ত হন। ইনি vඑංAH