পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩২৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মৰ্ত্তো আগমন “প্রদ্ধ্যমস্ত হ্রদাং যাম্যে সরস্বত্যাস্তখোত্তরে। তদক্ষিণ প্রয়াগপ্ত গঙ্গাতে যমুনা গত । স্বাত্বা তত্ৰাক্ষয়ং পুণ্যং প্রয়াগ ইব লক্ষ্যতে ।” এক সময় এখানকার জল-হাওয়া বঙ্গদেশের মধ্যে সৰ্ব্বোৎকৃষ্ট ছিল । সেই সময় কলিকাতা ও অন্যান্য স্থানের জমীদারেরা এখানে স্থান-পরিবর্তনের জন্ত আসিয়া বাস করিতেন এবং এখান হইতে পানীয় জল লইয়া যাইতেন । এই স্থান যে স্বাস্থ্য সম্বন্ধে ভাল ছিল, তাহা অনেক পুস্তকাদিতেও দেখিতে পাওয়t; যায় ; কারণ ৩৩৫ বৎসর হইল, কবিকঙ্কণ স্বরচিত - কাব্যমধ্যে ত্রিবেণীসম্বন্ধে লিখিয়াছেন ;— সপ্তগ্রামের বেণে সব কোথাও না যায় । ঘরে ব’সে সুখ মোক্ষ নানা ধন পায় ॥ তীর্থমধ্যে পুণ্য তীর্থ অতি অনুপম । সপ্তঋষি-শাসনে বলয়ে সপ্তগ্রাম ॥ কাণ্ডারীর বচনে করিয়া অবগতি । ত্রিবেণীতে স্নান করেন সাধু ধনপতি । নায়ে তুলে সদাগর নিল মিঠা পানী । বাহ বাহ বলিয়া ডাকেন ফরমানী ॥ ব্ৰহ্ম । কবিকঙ্কণ কে ? বরুণ । ইহার অপর নাম মুকুন্দরাম চক্রবর্তী। ইনি বর্ধমান জেলার অস্তঃপাতী দামুস্তা নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ই হার পিতার নাম হৃদয় মিশ্র ; যদিও ইহাদের প্রকাশু উপাধি মিশ্র—কিন্তু এতদেশে চক্ৰবৰ্ত্তী উপাধিতেই বিখ্যাত। ইনি জীবনের প্রথমাবস্থায় বিশেষ কষ্ট পাইয়াছিলেন, শেষাবস্থায় রাজা রঘুনাথ রায়ের দ্বারা প্রতিপালিত হন এবং তাঁহারই আদেশে চওঁীকাব্য রচনা করেন । ইনি বাঙ্গালা ভাষায় এক জন প্রধান করি । সম্রাট আকবরের সময় ইনি জীবিত থাকিয়া জাহাঙ্গীরের রাজারম্ভ-কালে প্রাণত্যাগ করেন । - নারা । ত্রিবেণীর অপরাপর বিষয় বল ? বরুণ । সরস্বতী খালে অস্থাপি মৃত্তিকা খনন করিবার সময় অনেক গুণবৃক্ষ, জীর্ণ নৌকা, ভাঙ্গ তক্ত ও শৃঙ্খলাদি প্রাপ্ত হওয়া যায়। গ্রামের কোন কোন অংশে মৃত্তিক খনন করিতে করিতে অনেক ইষ্টকাদি ও৮ VNడిy