পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩২৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হুগলী .ی-ء বরুণ । হুগলী এক সময় অতি সমুদ্ধিশালী নগর ছিল। ইহার পূৰ্ব্বের নাম গোলিন ; কিন্তু ক্রমে ক্রমে শেষস্থ নকারের লোপ হইয়া গোলি, তৎপরে হুগলী নাম হইয়াছে। - এই সময় গাড়ী একটা বৃহদাকার বাগানের নিকট উপস্থিত হইলে নারায়ণ কহিলেন, “বরুণ ! এ বাগানটী কাহার ?” বরুণ । এটা জীবন পালের বাগান। বাগানটী আয়তনে অত্যন্ত বৃহৎ । পূৰ্ব্বে এই বাগানের সন্নিকটে অত্যন্ত দস্থ্যভয় ছিল । ইন্দ্র । ওদিকে দেখা যাইতেছে—ও বাড়ীটী কাহার ? বরুণ । জজ সাহেবের বাড়ী। উহার সন্নিকটস্থ ঐ বাড়ীট রেভারেও লালবিহারী দের। দূরে দেখ সিঙ্গুরের নব বাবুর বৈঠকখানা। পূৰ্ব্বে ঐ বৈঠকখানায় হুগলীর নৰ্ম্মাল স্কুল বসিত। এক্ষণে নৰ্ম্মাল স্কুল চুচুড়ায় বারিকের মধ্যে বসিতেছে । ব্ৰহ্মা। বরুণ ! তুমি বলিলে, রেভারেও লালবিহারী দে। ঐ নামের সমস্তই বাঙ্গালা ; কিন্তু নামের পূৰ্ব্বে একটা ইংরাজী কথা বসিবার কারণ কি ? বরুণ । আঞ্জে, ইনি খৃষ্টান হওয়াতে ঐ উপাধি প্রাপ্ত হইয়াছেন । ইনি বঙ্গদেশের মধ্যে একজন উপযুক্ত লোক। ই হার বিশেষ গুণ এই, সাধারণ প্রজাবর্গের দুঃখে বড় কাতর হন । এবং তাঁহাদের দুঃখ দূর করিতেও সাধ্যমত চেষ্টা করেন। ব্ৰহ্ম । লালবিহারী দের জীবনবৃত্তাস্ত আমাকে সংক্ষেপে বল । বরুণ । ইনি ১৮২৬ অব্দে বর্ধমানের সন্নিকটস্থ পলাশী নামক গ্রামে জন্মগ্রহণ করেন। প্রথমে ইনি কলিকাতার “জেনেয়ল এসেম্ব্লিজ, ইনষ্টিটিউসন” নামক বিদ্যালয়ে বিদ্যাধ্যয়ন করিয়াছিলেন । ১৮৪৩ অব্দে ইনি খৃষ্টধর্মে দীক্ষিত হন এবং তৎপরে ছয় বৎসর কাল বিজ্ঞানশাস্ত্র অধ্যয়ন করেন। ১৮৫১ অক্সে ইনি ধৰ্ম্মপ্রচারকের পদ প্রাপ্ত ও ১৮৫৫ অব্দে ধৰ্ম্মযাজকের পদে বৃত হন । ইহার পর কয়েক বৎসর কালনায় প্রচারক কাৰ্য্যালয়ের তত্ত্বাবধায়ক ছিলেন। ১৮৬০ অবে হেদুয়ার গির্জায় ধৰ্ম্মযাজকের পদে নিযুক্ত হন। ইনি

  • os,