পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

छ्द्रिदांद्र ব্ৰহ্মা। চল, আমরা ব্ৰহ্মাকুণ্ডে স্বান করিয়া আসি । দেবগণ তথায় গমনপূর্বক স্বান আহ্নিক করিলেন এবং ব্যাগ হইতে ফল মূল সন্দেশ বাহির করিয়া গঙ্গাদেবীর প্রতিমূৰ্ত্তিকে ১ উৎসর্গ করিয়া সকলে আহার করিতে বসিলেন । আহারান্তে তামাকু সেবন করিয়া দেবগণ নারায়ণশিলা-দর্শনে চলিলেন । বরুণ। পিতামহ ! এই যে নারায়ণের প্রতিমূৰ্ত্তি দেখিতেছেন, ইহা দক্ষপ্রজাপতি পূজা করিতেন। এখানে গোদান ও অন্নদান করিলে লোকে বিষ্ণুলোক প্রাপ্ত হয়। সেস্থান হইতে দেবগণ কুশাবর্তের ঘাট দর্শন করিতে চলিলেন । ৭ নারায়ণ । এই ঘাটের নাম কুশাবৰ্ত্ত । ব্ৰহ্মা । এ ঘাট এত প্রসিদ্ধ কেন ? বরুণ। এইস্থানে একদা জনৈক ঋষি সমাধিস্থ হইয়া যোগসাধন করিতেছিলেন, সেই সময়ে গঙ্গা হিমালয় হইতে পতিত হইয়া তাহার কুশ স্রোতে ভাসাইয়া লইয়া যান। ধ্যানভঙ্গে মুনি নিজ কুশ না দেখিয়া ক্রোধে কুশসহ গঙ্গাকে আকর্ষণ করেন। ভগবতী হৃষ্টচিত্তে ঋষির নিকট আসিয়া তাহাকে কুশ প্রত্যপণপূর্বক বর দেন যে, অন্ত হইতে এ স্থানের নাম কুশাবৰ্ত্ত হইল ; অতঃপর এইস্থানে যেকোন ব্যক্তি আপন পিতৃগণের উদ্দেশে শ্রাদ্ধ-তৰ্পণ করিবে, তাহার পিতৃগণ বিষ্ণুতুল্য হইয়া বিষ্ণুধামে বাস করবে। এজন্য অস্থাপি যাত্রিগণ এখানে শ্রাদ্ধ-তৰ্পণ করিয়া থাকে । ব্ৰহ্মা ! ইহাতে কত মৎস্য দেখ ! বরুণ । তীর্থের মৎস্ত বলিয়া কেহ ইহাদের প্রতি অত্যাচার করে না, এবং মৎস্যেরাও মনুষ্য দেখিয়া ভয় পায় না। যাত্রীরা এখানে আসিয়া মৎস্যসকলকে চিড়েমুড়ি খাইতে দেয় । হাজার হাজার মৎস্ত সেই সময় তীরে আসিয়া উপস্থিত হয় । ইন্দ্র । দক্ষপ্রজাপতির গৃহ কোথায় ? বরুণ। “এই স্থানের পূর্ব-দক্ষিণ কোণে' বলিয়া সকলের সঙ্গে সেই দিকে

  • ব্ৰহ্মকুণ্ডের নিকটস্থ মশিরে বিষ্ণুপদচিহ্ন এবং গঙ্গাদেবীর এক প্রতিমূৰ্ত্ত আছে। + হরিদ্বারের অৰ্দ্ধ ক্রোশ দক্ষিণে ।

ר ס\