পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন বরুণ । গরিফা নামক স্থানের চটের কল । ঐ গরিফ একটী বৈদ্য-প্রধান স্থান । ঐ স্থামে দেওয়ান রামকমল সেন জন্মগ্রহণ করেন । ব্ৰহ্মা ! দেওয়ান রামকমল সেনের জীবনবৃত্তাস্ত সংক্ষেপে বল । বরুণ । ইহার পিতার নাম গোকুলচন্দ্র সেন । ১৭৮৩ অব্দে ইনি জন্মগ্রহণ করেন। রামকমল সেন প্রথমে সংস্কৃত ভাষা শিক্ষা করেন । ১৮০৪ অব্দে এসিয়াটিক সোসাইটিতে ই হার বার টাকা বেতনের একটা কেরাণীগিরি কৰ্ম্ম হয়। ইহার পর ইনি কাৰ্য্যদক্ষতাগুণে কলিকাতা সংস্কৃত কলেজের সেক্রেটারী ও কাউন্সিলের মেম্বার পর্ষ্যস্ত হইয়াছিলেন । ক্রমে ক্রমে ইনি ইংরাজী ভাষায় বিলক্ষণ বুৎপত্তি লাভ করেন এবং কলিকাতার টাকশালে দেওয়ানী পদ প্রাপ্ত হন । ইহার পর ইনি বেঙ্গল ব্যাঙ্কেরও দেওয়ান হইয়াছিলেন । ১৮১৭ অব্দে হিন্দু কলেজ স্থাপিত হয়। ঐ বৎসরেই স্কুলবুক সোসাইট খোলা হইয়াছিল। রামকমল সেন হিন্দু কলেজের ম্যানেজিং কমিটীর মেম্বর থাকিয়া এই নিয়ম করেন যে, প্রকৃত হিন্দুসস্তান ভিন্ন অপর কেহ এই বিদ্যালয়ে অধ্যয়ন করিতে পাইবেন না । ১৮৩৪ অব্দে ই হার ইংরাজী-বাঙ্গালা অভিধান প্রচারিত হয় এবং ১৮৪৪ অব্দে ই হার মৃত্যু হয়। ই হার হরিমোহন, প্যারীমোহন, বংশীধর ও মুরলীধর নামে চার পুত্র হয়। রামকমল সেনের হিন্দুধৰ্ম্মে বিলক্ষণ বিশ্বাস ছিল। ইনি প্রতি বৎসর বাটতে দুর্গোৎসব উপলক্ষে স্বজাতীয়দিগকে নিমন্ত্রণ করিয়া আনিতেন, এবং যত্বের সহিত রাখিয়া ব্যাদি প্রদানপূর্বক বিদায় দিতেন। স্বজাতীয়দিগকে সাধ্যমত অন্ন, বস্ত্র ও আশ্রয় দানে পরাখুখ হইতেন না । উপ। বরুণ কাকা । জেলখানার প্রাচীরে একটা টিকটিকি স্থা করিয়া রহিয়াছে দেখ । বরুণ । ওরে বাবা । জেলখানার মাকড়সাটা পৰ্য্যন্ত ই করিয়া থাকে । এই সময় একটা বাবু নৌকা হইতে তীরে উঠিলেন । বাবুটির সঙ্গে তাহার ১৮১৯ বৎসরের পুত্র। র্তাহাদিগকে দেখিয়া দু এক জন ভদ্রলোক ছুটিয়া আসিয়া কহিলেন, “খনঙ্গমকে পেলেন কোথায় ?” বাবু কহিলেন, “অনেক সন্ধানে দেখি, ও খৃষ্টধৰ্ম্মে দীক্ষিত হইয়৷ খৃষ্টানদিগের সহিত বসিয়া খানা খাইতেছে। অনেক ভুলাইয়। তবে আনিলাম।” একজন কহিলেন, “উনি খৃষ্টান হইয়াছেন, গৃহে নিলে কোন গোল হবে না ?” বাবু বলিলেন, “গোল হবে কেন ? আমি প্রচুর অর্থ ব্যয় করিয়া কাশী, \38や2