পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চ চুড়া বরুণ। দেবরাজ, সম্মুখে দেখ চুচূড়ার বারিক। পূৰ্ব্বে এই বারিকে অসংখ্য গোরা থাকিত, এক্ষণে নৰ্ম্মাল স্কুল হইতেছে। মারা । এ নগর নিৰ্ম্মাণ করে কে ? বরুণ । ১৬৭৫ খৃঃ অবে ওলন্দাজেরা বঙ্গদেশে বণিজ্য করিতে আসিয়া এই নগর নিৰ্ম্মাণ করে। ১৬৮৭ সালে তাহাদের কত্ত্বক এখানে একটা দুর্গ নির্মিত হয় । উহার এই নগরে প্রায় একশত বৎসরের উপর রাজ্য করিয়াছিল। ১৮২৬ অব্দে ইংরাজদিগের নিকট হইতে সুমাত্রা দ্বীপ লইয়! এই নগর পরিত্যাগ করে । হুগলী ও চুচুড়া পরস্পর এরূপ ভাবে সংলগ্ন যে, উভয় স্থানকে এক নগর বলিলেও অতুক্তি হয় না। ব্ৰহ্মা ! বরুণ! সম্মুখের ও বাধাঘাট কাহার ? বরুণ ! চু চূড়ার সোমেদের। ব্ৰহ্মা ! তুমি তাহাদিগের বিষয় আমাকে বল। বরুণ। চুচুড়ার সোমেরা বহুকালের জমীদার। ৬৬৯ বৎসর গত হইল, যখন ঘোরী-বংশীয় রাজারা সম্রাট, ছিলেন, সেই সময় এই বংশীয় বলভদ্র সোম গৌড় নগরের রাজার প্রধান মন্ত্রী ছিলেন । ইনি অত্যস্ত সম্মানের পদে কৰ্ম্ম করায় তদুপযুক্ত পাত্র গোপীচন্দ্র বস্তুকে নিজ কন্যা প্রদান করেন । গোপীচন্দ্র ঘে1রবংশীয় রাজসবকারের প্রধান কৰ্ম্মচারী ছিলেন । বলভদ্র সোম সাধারণ হিতকর কার্য্যের মধ্যে যশোহর জেলার পুরাতন রাস্তাট নিৰ্ম্মাণ করাইয়া দেন । এই বংশের রামচরণ সোম ডচ, কোম্পানীর দেওয়ান ছিলেন। র্তাহার পুত্ৰ শুমেরামও পিতার কার্য্য করিতেন। ইনি নবাব সিরাজউদ্দৌলার নিকট “বাবু” উপাধি প্রাপ্ত হন। এই মহাত্মা চুচুড়ায় দুইটা স্বানের ঘাট নির্মাণ করেন ; তন্মধ্যে একটতে পুরুষ ও অপরটতে স্ত্রীলোকেরা স্নান করিয়া থাকে। প্তামরাম বাবুর পুত্রের নাম ঘনশ্বাম বাবু। ঘনখাম বাবুর আট পুত্র, তন্মধ্যে পঞ্চমের নাম গোকুল বাবু। ইনি কটক জেলা বন্দোবস্তের সময় প্রধান কৰ্ম্মচারী হন। গোকুল বাবুর পুত্রের নাম বেণীমাধব সোম, ইনি ঢাকায় ছোট আদালতের জজ ছিলেন। বেণীবাবুর সৎকাৰ্য দর্শনে গবৰ্ণমেন্ট সন্তুষ্ট হইয়া বায় বাহাদুর °8穹