পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন উপাধি প্রদান করেন । ১৮৭৮ সালে ৬০ বৎসর বয়সে বেণীবাবুর মৃত্যু হয় । ইহার রাধিকালাল ও প্রিয়লাল সোম নামক দুই উপযুক্ত পুত্র আছেন। এই সময় দেবগণ দেখেন—“হুমাহুম” শব্দ করিতে করিতে চারি জন বাহক একখানি শিবিক বহন করিয়া আনিতেছে । শিবিকণর পশ্চাৎ পশ্চাৎ আর দুই জন বাহক ছুটিয়া আসিতেছে । পাঙ্কিখানি দেবগণের নিকট উপস্থিত হইলে শিবিক মধ্যস্থ বাবু চীৎকার করিয়া কহিলেন—“মাজি! পাল তুলে দে ” পশ্চাদ্ভাগের বাহক ছুটিয়া আসিয়া কহিল, “হুজুর কি আজ্ঞা করছেন ? বাবু। পাল তুলে দে । বাহক । আঞ্জে, এ ত নৌকো নয় ! বাবু। তা হোক ব্যাটা—তবু পা’ল তোল! নইলে মার খাবি। পাস্কিখানি চলিয়া যাইলে পিতামহ কহিলেন, “বরুণ ! ও কি হ’লে ?” বরুণ । মাতাল মদ্যপানে মাতোয়ারা হইয়া ঐ প্রকার বলিতেছে । ব্ৰহ্মা । ঐবিষ্ণু ! মদ্যপান করিলে সপ্তদশ পুরুষ নরকস্থ হয়—কুলাঙ্গারের কি জানে না ? বরুণ । জানে, কিন্তু তাঁহাতে ভয় করে না । আজ কাল মর্ত্যে স্ত্রী, পুরুষ, মেয়ে, ছেলে, সকলেই মাতাল । কতকগুলি লোক আছে, তাহারা পুত্রগণকে বাল্যকাল হইতেই দুগ্ধে মদ মিশ্রিত করিয়া খাওয়ায় । সে সব কথা যাকৃ, সন্ধ্যা প্রায় আগত, অতএব এই বারিকের মধ্যে আশ্রয় লইলে ভাল হয় না ? দেবগণ এ কথায় সম্মত হইলে বরুণ বারিকের মধ্যে একটী বাস স্থির করিলেন এবং কয়জনে সে রাত্রি তথায় অতিবাহিত করিয়া প্রাতে আবার নগর ভ্রমণে বাহির হইলেন । বরুণ কহিলেন, “পিতামহ ! সম্মুখে দেখুন পুলিস সুপারিন্টেগুেণ্টের বাসা ।” দেবতারা এখান হইতে ডভের স্কুল ও ডিস্ট্রক্ট ইঞ্জিনিয়ারের আফিস দেখিয়া এক স্থানে উপস্থিত হইয়া দেখেন—একটা বাবু মাতাল হইয়া টলিতে টলিতে রাস্তা দিয়া যাইতেছে । ইন্দ্র। বরুণ ! এ বাবুঢ়ীও কি মাতাল ? বরুণ। এই বাবুর বিষয় তোমাকে শোনান উচিত। ইহার মাতা অল্প বয়সে বিধবা হন । তাহার ভগ্নীপতি কলিকাতার একজন বড় লোক । সেই দুরাত্মা বিধবা শালীর রূপে মুগ্ধ হইয় তাহার গর্তে এই পুত্র উৎপাদন করে । মিন্সের একান্ত ইচ্ছা ছিল, সমস্ত বিষয়বিভব পুত্রদিগকে না দিয়া ইহাকেই দিয়া Mat s