পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চু চুড়া যাইবে ; কিন্তু পুত্রেরা এই সমাচার জ্ঞাত হইয়া পিতাকে হুগলীর বাগানের কাছে— ব্ৰহ্ম । আরে ছি ! ছি:! পৃথিবীতে আর বাচ-বিচার নাই । উপ | বরুণ-কাকা ! কি ব’ল্লে আবার বল না। আমি বাড়ী গিয়ে গল্প ক’রবো । এখান হইতে এক স্থানে যাইয়া দেবগণ দেখেন—একটা বাবু সাজগোজ করিয়া ব্যাগ হস্তে লইয়া কোথায় যাইতেছেন । একটী প্রাচীন রমণী কহিতেছেন, “যত টাকা লাগে দিয়া জামাইকে আন্তে চাস, নইলে বড় কলঙ্ক হবে, লোকের কাছে মুখ দেখান যাবে না ।” উহারা চলিয়া যাইলে পিতামহ কহিলেন “ওরা ব'ল্লে--নইলে কলঙ্ক হবে লোকের কাছে মুখ দেখান যাবে না ;–বরুণ ! কলঙ্ক হবে কেন ?” বরুণ । আপনাকে কিছুই গোপন করিবার যে নাই। হয়েছে কি ! ঐ বাড়ীর একটী কন্যার কুলীনে বিবাহ হয় । জামাই রাগ করিয়া গিয়া প্রায় চারি পাঁচ বৎসর আসেন নাই । এক্ষণে মেয়েটার গর্ভাবস্থা । অতএব এই সময়ে জামাইকে টাকা দিয়া সন্তুষ্ট করিয়া আনিয়া তৎপর দিন গর্ত প্রচার করিলে তত দোষ হইবে না । নারা । ভাল, যদি কেহ দিন গণে দেখে ধ'রে ফেলে ? বরুণ । তখন ছেলেটা সাতাসে কি আটাসে-যাহা হউক ব'ল্লেই হ’লো । ব্ৰহ্মা । শ্ৰীবিষ্ণু! য়া । আজ কাল বুঝি এইরূপ ক'রে কলঙ্কের হাত এড়ান হয় ? বরুণ । এরা তবু ভদ্র । অনেক স্থলে নষ্ট করিয়া ফেলে । দেবগণ অনেকক্ষণ রাস্তায় রাস্তায় বেড়াইয়া বেলা আন্দাজ সওয়া দশটার সময় কলেজ কম্পাউণ্ডের মধ্যে প্রবেশ করিয়া এক দৃষ্টি বাড়াটার দিকে চাহিতে লাগিলেন। বরুণ কহিলেন "ইহারই নাম হুগলী-কলেজ। কলেজের উপরে ইহার প্রিন্সিপাল বা কৰ্ত্ত সাহেবের বাস । ওদিকে দেখুন রসায়ন-বিদ্যালয় । ঐ বিদ্যালয়ে রসায়নশাস্ত্র শিক্ষা দেওয়া হয়। গৃহমধ্যে শিক্ষোপযোগী অনেক झुल्ल श्रोटछ ।" ইন্দ্র । এই বাড়ীটী বড় চমৎকার ! বরুণ। এই বাড়ীটা প্রাণকৃষ্ণ হালদার নামক একজন জমীদারের বৈঠকখানা ছিল। ঐ প্রাণকৃষ্ণ হালদার নোট জাল করা অপরাধে দ্বীপান্তরিত হন। ইনি V26 S