পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চু চুড়া খৃষ্টাব্যে গবর্ণমেণ্টের ব্যয়ে এই গির্জাট নিৰ্ম্মিত হয় । ওলন্দাজদিগের কীৰ্ত্তির মধ্যে এই গির্জাট মাত্র অদ্যপি বর্তমান আছে । এখান হইতে এক স্থানে উপস্থিত হইয়া বরুণ কহিলেন, “এই স্থানে ওলন্দাজদিগের দুর্গের বারিক ছিল । ঐ বারিকট ১৮২৭ অব্দে ধ্বংস হইয়াছে। এই বারিকের উত্তর দিকে আরমেনীয়দিগের গির্জা ; ঐ গির্জার সন্নিকটে ওলন্দাজদিগের গোরস্থান আছে * এখান হইতে এক স্থানে যাইয় তাহারা দেখেন।--লোকে পেশকারণ্য । এক ব্ৰাহ্মণ দাড়াইয়া “ভেউ ভেউ” শব্দে রোদন করিতেছে । পিতামহ ৰ্তাহার ক্রনীনে দুঃখিত হইয়া নিকটে যাইয়া বলিলেন, “বাপু ! তোমার কি হইয়াছে ?” ব্রাহ্মণ কহিল “মহাশয় ! আমি নিতান্ত দুঃখী ব্রাহ্মণ । দু-দশটা মন্ত্রশিস্য থাকায় কোন প্রকারে কায়ক্লেশে জীবনযাত্রা নিৰ্ব্বাহ করি । আমার একটী বার তের বৎরের অবিবাহিত কন্যা ছিল । মনে মনে স্থির করিয়াছিলাম, মেয়ে বেচে যথেষ্ট টাকা লাভ করিব । অতএব আব্ব দুই এক বৎসর রাখিয়া যদি বিবাহ দিই, ৭/৮ শত টাকা মূল পাইতে পারিব । ঐ লোভে মেয়েটির বিবাহ দিতে বিলম্ব করিতেছি, এমন সময় আমার কাছে ‘মন্ত্র লইব’ বলিয়া একটা শিষ্যের পুত্ৰ আসিল এবং দশ পনর টাকা দিয়া প্রণাম করিল। আমি তাহাকে নিজ পুত্রের ন্যায় যত্ন করিয়া গৃহে রাখিয়াছিলাম। সেই বদমায়েস পাষণ্ড জুয়াচোর বেল্পিক বেটা গোপনে গোপনে আমার মেয়ের সঙ্গে সদ্ভাব করে ; গত রাত্রিতে আমার মেয়েটাকে ভুলইয়া লইয়া কোথায় পলায়ন করিয়াছে । অপরাধের মধ্যে যে ছেলেটব সঙ্গে সম্বন্ধ করিয়াছিলাম, সে ছেলেট তত ভাল নয় ব’লে মেয়েটার তাহাকে বিবাহ করায় তত ইচ্ছা ছিল না ।” বলিয়া ব্রাহ্মণ গালে মূখে চড়াইতে লাগিল । পিতামহ এই কথা শুনিয়া অবাক মূখে আর বাক্য নাই ; তিনি দ্রুতপদে চলিলেন । দেবগণ কহিলেন “ঠাকুরদা কোথা যান ?” ی. ব্ৰহ্মা । ভাই যে স্থানে পিতা পয়সার লোভে কন্যাকে অপাত্রে বিক্রয় করে, সে স্থানে এক তিলাৰ্দ্ধ থ’ব । মহাপাপ । আমি এই মুহূর্তে চুচুড়া পরিত্যাগ করিব। য়T ! ব্যাট বামুন কি কসাই ! পাট বেচে ? দেবগণ এখান হইতে এক স্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ । এডুকেশন গেজেট নামক সংবাদপত্র ও ভূদেব বাবুর বাট দেখুন।” °敬红