পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ১৮২৭ অকের জুলাই মাসে এই এডুকেশন গেজেট প্রকাশিত হয়। ওব্রাইন স্মিথ নামক একজন পাদরী প্রথমে ইহার সম্পাদক ছিলেন। গবর্ণমেণ্ট এই পত্রের সাহায্যার্থ প্রথমে সম্পাদকের মাসিক ৭৫ টাকা, পরে ১৫০ টাকা, তৎপরে ৩• • টাক। বৃত্তি নিৰ্দ্ধারিত করেন । কয়েক বৎসর পর্যন্ত স্মিথ সাহেব সম্পাদকের কাজ করিয়া বিলাতু যাত্রাকালে গবৰ্ণমেণ্টকে কাগজখানির স্বত্ব দিয়া যান। গবর্ণমেন্ট ইহার পর বাবু প্যারীচরণ সরকারকে ৩•• টাকা বৃত্তি সহ এই পত্রের সম্পাদন ও ম্যানেজার পদে নিযুক্ত করেন। ১৮৬৮ অব্দের ৭ই মে ইষ্টারণ বেঙ্গল রেলওয়ের শু্যামনগর ষ্টেশনে রেল গাড়ীতে যে দুর্ঘটনা ঘটে, সম্পাদক তৎসংক্রাস্ত কাগজ পত্র এ পত্রে প্রকাশ করায় গবর্ণমেণ্টের সহিত মনোমালিন্য ঘটে ও তিনি সম্পাদকের কার্য পরিত্যাগ করেন । তদনন্তর ডাইরেক্টর এটুকিনসন সাহেবের এবং ভূতপূৰ্ব্ব লেপ্টেনাণ্ট গবর্ণর মহামান্য গ্রে সাহেবের অনুরোধে শ্রযুক্ত বাৰু ভূদেব মুখোপাধ্যায় এই এডুকেশন গেজেটের সম্পাদক হন । ইনি গবর্ণমেণ্টের বৃত্তিভোগী সম্পাদক হন নাই । নিজে এই পত্রের স্বত্বাধিকারী হইয়াছিলেন । গবর্ণমেণ্ট এক্ষণে এই পত্রিকার যাহ! কিছু সাহায্য করিতেছেন ইচ্ছা : রিলে না করিতে পারেন ; কিন্তু কাগজখানির স্বত্ব আর প্রতাহরণ করিতে পারেন ন! । এক্ষণে এই পত্রের গ্রাহকসংখ্যা প্রায় ৬৭ শত হইবে। ভূদেব বাবুব সম্পাদকতা গ্রহণের পূৰ্ব্বে ইহার গ্রাহক সংখ্যা দুই :িন শতের অধিক ছিল না । ব্ৰহ্মা। বরুণ । তুমি ভূদেব বাবুর জীবনবৃত্তাস্ত বল । বরুণ । ইনি ১৭৪৭ শকে কলিকাতায় জন্মগ্রহণ করেন । ইহার পিতার নাম ৮বিশ্বনাথ তর্কভূষণ । ইহাদিগের আদি বাস খানাকুল কৃষ্ণনগরে, পরে কলিকাতায় মাণিকতলায় ইনি একটা বাট নিৰ্ম্মাণ করেন। ঐ বাটতেই ভূদেব বাবুর জন্ম হয়। ভূদেব বাবু প্রথমে সংস্কৃত কলেজে ভৰ্ত্তি হন । পঠদ্দশায় ইনি একজন উৎকৃষ্ট ছাত্র ছিলেন এবং প্রতিবৎসর পরীক্ষায় সৰ্ব্বোচ্চ হইয়া পারিতোষিক লাভ করিতেন। কলেজ পরিত্যাগের কয়েক বৎসর পরে ইনি ৫ • টাকা বেতনে কলিকাতা মাদ্রাসা কলেজের দ্বিতীয় শিক্ষকের পদে নিযুক্ত হন। ইহার পরে ১৫০ টাকা বেতনে হাবড়া গবর্ণমেণ্ট স্কুলের হেডমাষ্টার হইয়াছিলেন। ইহার দ্বারা উক্ত স্কুলের বিশেষ উন্নতি হইয়াছিল। ইহার পর ইনি দক্ষিণ বঙ্গের স্কুলসমূহের ইনস্পেক্টরের পদ পান । ইহার বাঙ্গালী ভাষায় অত্যন্ত অনুরাগ থাকায় সেই সময় “শিক্ষণ-বিধায়ক” নামক একখানি পুস্তক মূদ্রিত Vase