পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন গোলা বর্ষণ করেন। এখানকার মিসি বড় বিখ্যাত। হুগলীর লোকের চরিত্র সাধারণতঃ মন্দ নহে। এখানকার ঘুটে-বাজারে অনেক স্ববর্ণবণিক বাস করে । উপ। কৰ্ত্ত জেঠা ! জেঠাই মার জন্য কিছু মিসি কিনে নাও না। বরুণ। ঐ যা ! টিকিট দিবার ঘণ্টা দিয়াছে । ঠাকুরদ। চ’লে আস্থন । দেবগণ তাড়াতাড়ি ষ্টেশনে যাইয়া চন্দননগরের টিকিট লইয়৷ প্লাটফরমে যাইয়া দেখেন দূরে হস্তীর শুণ্ডের ষ্ঠায় ধূম দেখা যাইতেছে। দেখিতে দেখিতে ট্রেন নক্ষত্ৰবেগে ছুটিয়া আসিয়া ষ্টেশনে উপস্থিত হইল। দেবতারা দ্রুতপদে গিয়া ট্রেনে উঠিলেন । ট্রেন যাত্রীদিগকে উঠাইয়া লইয়া আবার দৌড়াইতে আরম্ভ করিল এবং অনতিবিলম্বে চন্দননগর ষ্টেশনে আসিয়া উপস্থিত হইল । দেবগণ গেটে টিকিট দিয়া বাহিরে আসিলে ব্রহ্মা কহিলেন, “কি মজার কলই ক'রেছে ! এই কোথায় ছিলাম, আবার চারি পাচ মিনিটের মধ্যে কোথায় এলাম *

  • ○意*