পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৪৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চনদমনগর দেবগণ একখানি ঘোড়াব গাউী ভাড়া করিয়া নগরাভিমুখে চলিলেন । তাহার। নগরের শোভা সন্দর্শনে এত মুগ্ধ হইলেন যে, গাড়োয়ানকে কোন স্থানে থামাইতে হইবে বলিতে ভুলিয়া যাইলেন । গাড়োয়ানও বিনা বাক্যব্যয়ে একেবারে তালডাঙ্গর ফটকের নিকট উপস্থিত হইয়া কহিল, "বাবু! নেমে ভাড়। দিন ।” ব্ৰহ্মা । বরুণ ! এ কোন স্থানে আনিয়া নামাইয়া দিলে ? বরুণ । এই স্থানের নাম তালডাঙ্গার ফটক । এই তালডাঙ্গার ফটক হইতেই ফরাসী রাজা আরম্ভ হইয়াছে । এ নগরে ফরাসী গবর্ণমেণ্টরই আধিপত্য বেশী ! ইহা ফরাসীদিগের রাজ্য বলিয়া নগরটির অপর নাম ফরাসডাঙ্গা। ফরাসডাঙ্গ কলিকাতা হইতে ২১ মাইল দূরে অবস্থিত। এই স্থানের চতুর্দিকে ইংরাজরাজ ; মধ্যস্থলে গঙ্গার পশ্চিম ফুলে বিন্দুমাত্র চন্দননগর বিরাজ করিতেছে । ১৬৭৩ খৃঃ অব্দে ফরাসীরা এই নগর নিৰ্ম্মাণ করে । এই নগরের একাংশ ইংরাজ গবর্ণমেণ্টের অধিকারভুক্ত। ফরাসী চন্দননগরে প্রায় এক লক্ষ ২৫ হাজার লোকের বাস । কিছু দূরে যাইয়া উপ চীৎকার করিয়া কহিল, “বরুণকাকা, ও কি ! কতকগুলা লোক কাঠের মধ্যে পা ঢুকিয়ে চিৎ হয়ে পড়ে রয়েছে কেন ?” বরুণ। চুপ কর! গোল করলে তুড়ুম ঠোকাবে। নারা । তুডুম কি ? বরুণ। একখণ্ড কাষ্ঠের ফুটার মধ্যে পা প্রবেশ করাইয়া দিয়া আর একখণ্ড ফুটা কাষ্ঠ তদুপরি রাখিয়া খিল জাটিয়া চিৎ করিয়া ফেলিয়া রাখার নাম তুড়ম ঠোকা। যে গৃহে ঐ কাও হইতেছে উহার নাম কোতোয়ালি। ইংরাজরাজ্যে কোন ব্যক্তি দোষ করিলে হাজতে দেয়। ফরাসী রাজ্যে কোন ব্যক্তি অপর ব্যক্তির নামে নালিশ করিলে অগ্ৰেই তুড়,ম ঠোকায়। তৎপরে বিচারে দোষী হইলে সাজা পায় ও নির্দোষী হইলে মুক্তিলাভ করে। ফলতঃ অভিযোগ হইলেই অভিযুক্ত ব্যক্তি দোষী হউক আর নির্দোষ হউক, অগ্রে তুড়, ঠুকিতে হয়। - \9étషి