পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৪৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চন্দননগর এখান হইতে দেবগণ এক স্থানে উপস্থিত হইয়া দেখেন—কতকগুলি লোক আপনার কান আপনি মলিতেছে। কেহ বা সাত বার উঠা-বসা করিতেছে, কাহারও বা কান ধরিয়া ঘোড়-দোঁড় করান হইতেছে । - ইন্দ্র । বরুণ । এখানে কি হইতেছে ? বরুণ। পণ্ডিতের কাছে দোষীদিগের বিচার হইতেছে। ফরাসডাঙ্গয় ফরাসীদিগের একজন দুই শত টাকা বেতনের বিচারক আছেন, তাহাকে পণ্ডিত কহে । উষ্ঠার নিকট সামান্ত সামান্য দোষের বিচার হইয়া থাকে। ঐ সমস্ত দোষের সাজা নিজের কান নিজে মলা, উঠা-বসা করা এবং কান ধরিয়া ঘোড়-দোঁড় করান। এখান হইতে র্তাহার এক স্থানে উপস্থিত হইলেন । নারায়ণ কহিলেন, “বরুণ ! সম্মুখে ঐ বাড়ীটি কি ?” বরুণ। ফরাসীদিগের গবর্ণমেণ্ট হাউস। এই গবর্ণমেণ্ট হাউসের স্বারে একজন মাত্র পাহারা আছে । এখানকার গবর্ণর পণ্ডিচারীর গবর্ণরের অধীন । এখানকার গবর্ণর পাঁচ শত টাকা বেতন পাইয়া থাকেন। এখানকার মধ্যে যাহারা বড় সাহেব, র্তাহাদিগের প্রাসাদের দ্বারে কেরোসিন তৈলের অালো জলে। এই সময়ে দেবগণ দেখিলেন “জয় রাধাকৃষ্ণ” বলিয়া এক দল বৈষ্ণব রাস্তা দিয়া চলিয়া যাইল। পিতামহ তদৃষ্টি কহিলেন “বরুণ ! এত বৃন্দাবন নয়, এখানে এত রাধাকৃষ্ণের দল কেন ?” বরুণ । উহারা প্রকৃত বৈষ্ণব নহে। ইংরাজ রাজ্যের ফেরারি আসামীরা গুরুতর অপরাধ করিয়া ধরা পড়িবার ভয়ে এখানে পলাইয়া আসিয়া বৈষ্ণব বেশে বাস করিয়া থাকে । পিতামহ, ওদিকে দেখুন ফরাসী জেল । সকলে জেলখানার নিকটে উপস্থিত হইলে উপ চীৎকার করিয়া কহিল, “কৰ্ত্তা-জেঠা চেয়ে দেখ ! মিন্সেগুলোব পেছন দিকে এক একগাছি লম্বা শিকল ঝুলান। শিকলগুলোর মাথায় আবার এক একটা গোল গোল লোহা লাগান। উহারা অতি কষ্টে টানিয়া লইয়া যাইতেছে।” বরুণ। দেবরাজ ! চেয়ে দেখ-দায়মালি কয়েদীরা ফরাসী জেলে কিরূপ দওভোগ করিতেছে। ঐ যে শৃঙ্খলাগ্রভাগে লৌহের এক একটা গোল দেখিতেছ, উহা যাহার যত বৎসর মেয়াদ, তাহাকে তদনুরূপ ভারি বহন করিতে দেওয়া হয় । ব্ৰহ্মা । বরুণ ! ও দিকে ওকি ?—একটী ক্ষুদ্র কাঠ নির্মিত কাটগড়ার \చిహ్రి'\రి