পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিদ্বার বরুণ। এইস্থানে বিছর যোগসাধন করেন এবং এইস্থানেই বিছর-মৈত্রেয় সংবাদ হয়। এই যে কুণ্ড দেখিতেছেন, ইহাতে কেহ সাত রবিবার স্বান করিতে পারে না । তখন সকলে ভীমগদ * দৰ্শন করিতে চলিলেন । ব্ৰহ্মা | এস্থানে কি হইয়াছিল ? বরুণ। ভীম স্বর্গারোহণকালে এইস্থানে তাহার দুর্জয় গদা পরিত্যাগ করিয়া গিয়াছিলেন । এই যে প্রকাগু গদার আকৃতি প্রস্তর দেখিতেছেন, লোকে ইহাকেই ভীমের গদা কহে । ব্ৰহ্মা। কুরুক্ষেত্র এখান হইতে কত দূৰ্ব ? বরুণ। বেশী দূর নয়, দেখিতে যাইবেন ? ব্ৰহ্মা । এখন নয়, কলিকাতা হইতে ফিরে এসে যাহা হয় কবিধ । বরুণ । দেখুন ঠাকুরদাদা ! এই ভীমের গদায় আঘাত করিলে বর্ণঝণ করে শব হয় । কিন্তু কেন হয়, লোকে তাহা বলিতে পারে না । এই কথায় দেবগণ আঘাত করিয়া দেখিতে লাগিলেন এবং ক্রমান্বয়ে ঝাক । শব্দ বাহির হইতে লাগিল ; তখন র্তাহীদের আর আমোদের পরিসীমা রহিল • না। ইনি একবার, উনি একবার, এইরূপ সকলে ক্রমান্বয়ে আঘাত করিতে আরম্ভ করিলেন । বরুণ । পিতামহ ! এই স্থানের পূর্ব-দক্ষিণ কোণে স্বৰ্য্যকুণ্ড, এবং ইহার দুই ক্রোশ উত্তরে সপ্তস্রোত (সপ্তধারা) । ইহার নয় ক্রোশ উত্তরে হৃষীকেশ’ ; তথায় সপ্তর্ষিমণ্ডলের তপস্তার স্থান অদ্যপি বর্তমান আছে। ঐ স্থানের তিন ক্রোশ উত্তরে লক্ষ্মণঝোল-নামক স্থান আছে। তথায় বসিয়া লক্ষ্মণ তপস্যা করিয়াছিলেন। ইহার নিকট গঙ্গার উপর বেতের সেতু আছে। + তাহ পার হইয়া বদরিকাশ্রমে যাইতে হয়। কথিত আছে, যাহারা মহাপাপী তাহারা এই সেতু পার হইতে পারে না ; পার হইতে গেলে তাহারা জলে পতিত হয়। ইন্দ্র। চলুন, বেতের সেতু পার হইয়া বদরিকাশ্ৰম দেখে আসি । ব্ৰহ্মা। না ভাই, যদি পা ফসকে জলে পড়ি, লোকে চিরকাল বলিবে

  • হরিদ্ধারের এক ক্রোশ দক্ষিণে এখানে এখন অন্তপ্রকার নিরাপদ সেতু প্রস্তুত इङ्ग्रेव्राप्झ् ।

\డి)