পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন নেপোলিয়নের ন্যায় কীৰ্ত্তি সংস্থাপন করিবেন। এক্ষণে ইহাতে যাহা কিছু আছে, পূর্বের সহিত তুলনা করিলে তাহা কিছুই নয়। ১৭০৪ অকে ইংরাজের এই নগর অধিকার করিয়া পুনরায় ফরাসীদিগকে প্রত্যপণ করেন এবং ১৭৫৭ অব্দে এন্ড মিরেল ওয়াটসন সাহেব আর একবার এই নগর আক্রমণ করেছিলেন । চন্দননগর হইতে গোদলপাড়া নামক একটী স্থানে যাওয়া যায়। ঐ স্থানের কুকুরে কামড়ানর ঔষধ বড় বিখ্যাত। তৎপরে তেলিনীপাড়া নামক একটী স্থান আছে। তেলিনীপাড়ার বন্দ্যোপাধ্যায় মহাশয়েরা বিখ্যাত ধনী জমীদার। ঐ বাবুদের একটা দেবালয় আছে— সেখানে অন্নপূর্ণ মূর্তি বিরাজ করিতেছেন। দেবালয়ে প্রত্যহ শত শত অতিথির সেবা হইয়া থাকে । এই সময় দেবগণ দেখেন—দুটা বাবু গল্প করিতে করিতে আসিতেছেন। একজন কহিতেছেন “মহাশয় বড় বিপদগ্রস্ত হইয়াছেন ।” অপর কহিতেছেন “আঞ্জে হ্যা, আমার লোকের কাছে মুখ দেখাইতেও লজ্জা করে, আবার না দেখালেও না ।” ব্ৰহ্মা। বরুণ বাবুটার কি হইয়াছে ? বরুণ। হয়েছে কি জানেন—ঐ বাবুর তিন ভ্রাতা। অপর ভ্রাতৃদ্বয় নাবালক, উহারই অন্নে প্রতিপালিত হইতেছে। বাবুর এক সময় বেশ ভাল চাকুরী ছিল ; সেই সময় যথেষ্ট টাকা উপার্জন করিয়াছেন এবং ভ্রাতাদিগকে ক্ষণকি দিবার অভিপ্রায়ে সমস্ত টাকায় স্ত্রীর নামে বিষয় খরিদ করিয়া রাখিয়াছেন। এক্ষণে বাবুর কৰ্ম্মট নাই—বেকার বসিয়া আছেন । বাবুর স্ত্রীর পূর্ব হইতেই একটু চরিত্র দোষ ছিল । সম্প্রতি সে উপপতির পরামর্শে বাবুকে বাট হইতে বাহির করিয়া দিয়াছে। এক্ষণে বাবু কিরূপে স্ত্রীধনে দখল পান, তজ্জন্ত কলিকাতায় উকীলদের সহিত পরামর্শ করিতে চলিলেন।” এই কথা শ্রবণে বৃদ্ধ পিতামহ আর হাসিয়া বাচেন না। নারায়ণ কহিলেন, “মাগী উচিত বিচার করিয়াছে।” . এই সময় “টিট্রিং ল্যাটাং-টিট্রংলাটাং” শব্দে টিকিট দিবার ঘণ্টা দিতে লাগিল। দেবগণ বৈদ্যবাটীর টিকিট লইয়া ট্রেনে উঠিলেন। ট্রেন হুপান্থপ, শব্দে দোঁড়িতে আরম্ভ করিল। - যে গাড়ীতে র্তাহারা বসিলেন, সেই গাড়ীতে একটা বাবুও বসিয়াছিলেন । ইহাকে দেখিলে বোধ হয় বিলক্ষণ সঙ্গতিপন্ন লোক হইবেন । বাবুটা একে \రిశ్రీb•