পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৫৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন এদিকে ট্রেনও পে। শব্দে বংশীধ্বনি করিয়া হপাহপ শব্দে ছুটতে লাগিল । বাবু কত চীৎকার কবিলেন, কিন্তু সে চীৎকার অরণ্যে রোদন হইল। বরুণ । পিতামহ ! এই ষ্টেশনটার নাম ভদ্ৰেশ্বর। এই স্থানটির এক দিকে রেলওয়ে, অপর দিকে গঙ্গা প্রবাহিত হইতেছেন । এই স্থানে অনেকগুলি মহাজনের গদি অাছে । শস্তের আমদানিও ও রপ্তানীর জন্য ভদ্ৰেশ্বর বড় বিখ্যাত। এখানে ভদ্ৰেশ্বর নামক একটি শিব আছেন। ঐ শিবকে সন্তুষ্ট করিবার জন্য স্ত্রীলোকেরা চৈত্র মাসে এক লক্ষ বিল্বপত্র দিয়া পূজা দিবার মনন করিয়া-থাকেন । - এই সময় পিতামহ বাবুটকে রোদন করিতে দেখিয়া রেলিংয়ের নিকটে আসিয়া লসিলেন এবং মিষ্ট কথায় বলিতে লাগিলেন--"বাবা, কেঁদো না ! নিজের দোষে হারালে, এখন কঁদিলে কি হবে ? তোমার অর্থবল নাই, শরীরে বল নাই, স্ত্রীস্বাধীনতা দিতে যাওয়া কেন ? অগ্রে সাহেবদের মত বলবান হও, সাহসী হও, তৎপরে এ কাজে প্রবৃত্ত হইও । তুমি স্ত্রীস্বাধীনতা দিবে অথচ ভোস ভোঁস ক’রে ঘুমাবে ; তাহাতে কি কাজ চলে ।” বাবু। আমি বৈদ্যবাটতে নামিয়া টেলিগ্রাফ করিয়া আটক করাবো । বরুণ । তাহারা এতক্ষণে ভদ্ৰেশ্বর হতে ৩২ ক্রোশ রাস্ত দূরে গিয়া পড়িয়াছে । টেলিগ্রাফ ক’রে আর কেন লোক হাসাবে ? বাড়ী গিয়ে প্রচার করগে—বে মরে গিয়েছে। বাৰু। আমি তাহাকে প্রাণের সহিত ভালবাসিতাম। যাহা হউক, আপনারা এ কথা কাহারও নিকট প্রকাশ করিবেন না । নারা । আমরা প্রকাশ করবো। না করলে লোকের উপকার হবে হবে কিসে? চৈতন্ত হবে কিসে? তোমার মত বোকা বাবুর। যদি তোমার দেখে শিক্ষা পান, সাবধান হন, সে ভাল নয় ? - - বরুণ । স্ত্রীস্বাধীনতা প্রিয় রামহরি মুখোপাধ্যায়কে ডেভিড হেয়ার সাহেব যেরূপ কান মলে দিয়েছিলেন, আজ তোমার ঐরূপ দিলে তবে জ্ঞান হইত। ব্ৰহ্মা। বরুণ, রামহরির বিষয় বল । বরুণ। স্ত্রী-স্বাধীনতা প্রিয় রামহরি বাবু এক দিন সাহেবী পোশাক ক’রে রেলওয়ের ২য় শ্রেণীতে স্ত্রীকে মেম সাজাইয়া বারাকপুরের ক্যান্টনমেন্ট দেখাইতে নিয়ে যাচ্ছিলেন । দমদমা ষ্টেশনে তিন জন গোরা সেই গাড়ীতে উঠিল। তাহারা দেখিল—রামহরি বাবু সাহেব নন, কালা বাঙ্গালী। ক্রমে woዓ•