পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চনদননগর পরস্পরে হাত পরিহাস করিয়া রামহরির স্ত্রীকে আক্রমণ করিতে যাইল ; বাবু হস্ত দ্বারা আচ্ছাদন করিয়া প্রাণের দায়ে চীৎকার করিতে লাগিলেন । ট্রেন ক্রমে পর ষ্টেশনে উপস্থিত হইলে হেয়ার সাহেব সেই গাড়ীতে উঠিলেন ও রামহরির বিপদ দেখিয়া গোরাদিগকে মিষ্ট কথায় নিরস্ত করিবার চেষ্টা পাইলেন । কিন্তু তাহাতে কোন ফল না হওয়ায় ঘুপি ধরিলেন, তৎপরের ষ্টেশনে ট্রেন আসিয়া উপস্থিত হইলে তিনি রামহরিকে সস্ত্রীক নামাইয়া দিয়া রামহরির উত্তমরূপে কান দুটি মলিয়া দিলেন এবং বলিলেন, ( When you will be so strong as we are then imitate) qqa তুমি আমাদিগে । ন্যায় বলবান হইবে, তখন আমাদিগের নকল করিবার চেষ্টা করিও । ব্ৰহ্মা । আহা, হেয়ার সাহেবের মতন ভদ্র ও দয়াবান আর আছে ! ক্রমে ট্রেন আসিয়া বৈদ্যবটি ষ্টেশনে উপস্থিত হইল। দেবগণ গাড়ী তইতে নামিয়া নগরাভিমুখে চলিলেন ।