পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন ‘স্বষ্টিকৰ্ত্তা পাপী ছিলেন । বরুণ! নিকটে যদি কোন ভাল স্থান থাকে, দেখিয়ে अॉम । এই কথাতে বরুণ র্তাহাদিগকে সঙ্গে করিয়া নীলপৰ্ব্বত * দেখাইতে চলিলেন ; এবং তথায় উপস্থিত হইয়া কহিলেন, “এই দেখুন নীলপর্বত এবং এই নদী নীলধারা নামে প্রসিদ্ধ । এটি গঙ্গার একটি ধারা মাত্র । এখানকার জল স্বাভাবিক নীলবৰ্ণ । ব্ৰহ্ম । এ ঘাটের নাম কি ? বরুণ । এ ঘাটের নাম নীলধারার ঘাট । এই যে প্রস্তরনিৰ্ম্মিত সোপানে দুইটি শিবমূৰ্ত্তি দেখিতেছেন, ইহার একটির নাম গৌরীশঙ্কর, অপরটির নাম বিম্বকেশ্বর । ৭ এই স্থানের এক ক্রোশ পশ্চিমে বিশ্বকেশ্বর নামক এক মহাদেব আছেন । তিনি মায়াপুরীর ক্ষেত্রপাল দেবতা। এতদ্ভিন্ন নারায়ণশিলার বার ক্রোশ দক্ষিণে পিছোড়নাথ নামক শিব আছেন । তথায় যাইবার রাস্তা বড় দুর্গম । এই সময়ে ঝমর ঝমর শব্দে কয়েকখানি এক্কা আসিয়া উপস্থিত হইল । পিতামহ তদর্শনে সম্ভ করিতে করিতে বরুণকে কহিলেন, “বরুণ ! এ রথের নাম কি ?” বরুণ । ইহার নাম এক্ক।। ব্ৰহ্মা। ও নাম হহল কেন ? বরুণ । বোধ হয় একজনের বেশী বসিতে পারে না বলিয়া এক্কা নাম হইয়াছে। এই রথকে বাঙ্গালীরা ঠাট্টা করিয়া পুষ্পরথ কহে এবং এই ঘোটককে তারা পক্ষিপ্লাজ ঘোটক ললে । ব্ৰহ্ম। এরূপ বলার অর্থ কি ? এই ঘোটক কি পক্ষিরাজের ন্যায় দ্রুতগামী ? না, এ রথ পুষ্পরথের ন্যায় দেখিতে সুন্দর ? বরুণ । আজ্ঞে বাঙ্গালীরা ঠাট্টা করিবার সময় প্রায়ই উত্তমের সহিত অধমের তুলনা করে। যথা, পক্ষিরাজের সহিত সামান্ত ঘোটক, পুপরথের সহিত এক, নিৰ্ব্বোধের সহিত বুৎস্পতি, হাতুড়ে কবিরাজের সহিত ধন্বন্তরি ইত্যাদি। চারিখানা এক ছয় আনা করিয়া ভাড়া চুক্তি হইলে দেবগণ উঠিয়া বসিলেন। S BBBBBBB DD BBB BBSS S BBBBBB BB BB BBBDD BBBDD BBDS