পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৬২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন দেবগণ একটী দোকানঘরে জাহারাদি করিয়া কিঞ্চিৎ বিশ্রামের পর দশ টাক দিয়া একখানি ঘোড়ার গাড়ী ভাড়া করিলেন এবং বেল। আন্দাজ একটার সময়ে তারকেশ্বর অভিমুখে যাত্রা করিলেন। গাড়ী এক স্থানে উপস্থিত হইলে নারায়ণ কহিলেন, “বরুণ ! ঐ সব ধ্বংসাবশেষ বাড়ীঘর দেখা যাইতেছে—কাহার ?” বরুণ । ঐ স্থানের নাম সিঙ্গুর। ঐ যে বাড়ীম্বর এবং গড়ের ধ্বংসাবশেষ দেখিতেছ, উহা সিঙ্গুরের বাবুদিগের। ইহাদের এক সময় বিলক্ষণ সঙ্গতি ছিল। ইহাদেরই নব বাবুর একটা বৈঠকখান হুগলীতে আছে। উহাতে পূৰ্ব্বে নৰ্ম্মাল স্কুল হইত। এক্ষণে আর ইহাদের বিষয়বিভব তাদৃশ নাই । এই সময় সকলে দেখিলেন—একটী অডিডাতে বসিয়া যাত্ৰিগণ জলযোগ করিতেছে। দেবগণের গাড়ী এখান হইতে ধীরে ধীরে যাইয়া ঘোলা নামক স্থানের সন্নিকটে উপস্থিত হইলে উপ চীৎকার করিয়া কহিল, “বকুণ-কাক ! দেখা যাচ্চে-ওটা কি ?” ఖ, বরুণ । দেখ দেবরাজ ! এই স্থানের নাম ঘোলা। ঐ অত্যুচ্চ বাড়িটি সাঙ্কেতিক টেলিগ্রাফের ঘর । উহা সৰ্ব্বসমেত প্রায় সাত-তাল । টেলিগ্রাফ প্রচলিত হইবার পূৰ্ব্বে উহার উপর একজন লোক লাল, কাল প্রভৃতি নানা রঙ্গের নিশান হাতে করিয়া বসিয়া চতুর্দিক দর্শন করিত এবং পথে কোন বিপদ আপদ দেখিলে হস্তস্থিত নিশান উত্তোলন করিত। নিশানের আকার দৃষ্টে জানা যাইত যে, বিপদ সন্নিকট । টেলিগ্রাফ প্রচলিত হইবার পর কিছুদিন এই বাড়ীটি অব্যবহার্য্য অবস্থায় পড়িয়া থাকায় দক্ষ্যরা ইহার মধ্যে আশ্রয় লইয়া পথিকদিগের সর্বনাশ করিতে আরম্ভ করে ; সেই নিমিত্ত এক্ষণে উহার স্বারগুলি পাকা করিয়া গাথিয়া প্রবেশপথ এককালে বন্ধ করিয়া দেওয়া হইয়াছে । " ইহার পর দেবগণের গাড়ী অপর কতকগুলি গাড়ীর সহিত একত্র হইয়া নালিকুলের আড্ডায় আসিয়া থামিল । ঘোড়াগুলি চক্ষু বুজাইয়া ধুকিতে লাগিল। কোচম্যানের ছুটিয়া গিয়া জঙ্গলের মধ্য হইতে ভাঙ্গ কৰে বাহির কবির গুড়ক তামাক খাইতে বসিল ; দেবতারাও গাড়ী হইতে নামিয়া বিশুদ্ধ বায়ু সেবন করিতে লাগিলেন। র্তাহারা দেখিলেন–নিকটে আর একটা বাজারে বসিয়া যাত্ৰিগণ আহার ও জলযোগাদি করিতেছে। ԿՑԳs