পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈভবাটী এই সময় বাজারে একটা দোকানঘরে মহাগোলযোগ উপস্থিত হইল। চারিদিক হইতে যান্ত্ৰিগণ “কি ” “কি !” শব্দ করিতে করিতে সেই দিকে দৌড়িল—দেবগণও দ্রুতপদে দেখিতে চলিলেন । দেখেন –একজন স্ত্রীলোক যাত্রী রোদন করিতেছে । কে তাহার বস্ত্রাদির পোটলাট অপহরণ করিয়াছে। তাহার নিকট আর এমন একটা পয়সা নাই যে, পথখরচ করিয়া বাট যায় । দেবগণ তাহার ক্রন্দনে দুঃখিত হইয়া তাহাকে একটী টাকা দিলেন । গাড়োয়ানেরা দেবগণকে ডাকিল, তাহারা আবার গিয়া গাড়ীতে উঠিয়া বসিলেন । আবার অশ্বপুষ্ঠে সপাসপ, শব্দে কশাঘাতের শব্দ হইতে লাগিল । তাহাদের গাড়ী বালগড় নামক স্থানে উপস্থিত হইলে চতুৰ্দ্ধিক হইতে নাপিত ও ব্রাহ্মণের অসিয়া তাহাদিগকে বেষ্টন করিয়া দাড়াইল, এবং গাড়ীর সঙ্গে সঙ্গে দোঁড়িতে আরম্ভ করিল। ক্রমে দেবগণের গাড়ী যাইয়া তারকেশ্বরে উপস্থিত হইল । oጫግ ८छ्द-२६