পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হরিস্কার তখন সারথি সজোরে অশ্বপৃষ্ঠে উপযুপিরি কশাঘাত করিলে অতি কষ্টে অশ্বিনীকুমারগণ ধীরে ধীরে ঝমর ঝমর শব্দে গমন করিতে লাগিল । ইন্দ্র। বরুণ, এদের অপেক্ষ কি পৃথিবীতে পাপী আছে ? বরুণ । আছে । ইন্দ্র । কারা ? বরুণ। যাহার কেরাণীগিরি কৰ্ম্ম করিয়া জীবিকা নির্বাহ করে এবং যাহারা বড়লোকের মোসায়েবী করে । এই সময়ে দূরে একটি খাল দেখিয়া ব্ৰহ্ম বরুণকে জিজ্ঞাসা করিলেন, বরুণ এ থালটির নাম কি ? বরুণ । এই খালকে লোকে কট লিখার খাল কহে । কট লিখা-নামক একজন যবন এই খাল খনন করাইয়াকানপুর পর্য্যন্ত লইয়া গিয়াছে । যখন খনন আরম্ভ হয়, হরিদ্বারের পাণ্ডারা কাটাখালে গঙ্গা যাবেন না বলিয়া দম্ভ করিয়াছিল। তাহাতে কট লি হাস্যপূর্বক এই উত্তর দেয় “ভগীরথ যাকে শখের শব্দে লইয়া গিয়াছিল, আমি তাহাকে চাবুকের জোরে অনায়াসেই লইয়া যাইতে সক্ষম হইব ।” প্রকৃত তাহাই ঘটিয়াছে। বিজ্ঞানবিদ কটলি ঐ মনোহর খাল খনন করাইয়া স্থানবিশেষে নদীর নিম্ন ও মধ্যদেশ দিয়া এমি লইয়া গিয়াছে যে, দেখিলে হতবুদ্ধি হইতে হয় । ব্রহ্ম । আহা ! মার আমার অধৰ্ম্মও কম নয় । মর্ত্যে আসিয়া তাহাকে যবনেরও চাবুক খাইতে ও ইংরাজ গারদেও যাইতে হইল । দেখিতে দেখিতে বেলা তিনটার সময় দেবগণের এক্কাসকল সাহারাণপুরের বাজারে আসিয়া উপস্থিত হইল, এবং চতুদিক হইতে খাবারওয়ালা দোকানদারগণ, “বাবু এদিকে আমুন, বাবু এদিকে আমুন” বলিয়া চিৎকার করিতে আরম্ভ করিল । সাহারাণপুর দেবগণ এক্কা হইতে অবতীর্ণ হইয়া নিকটস্থ একটি দোকান-ঘরে উপবেশন করিলেন । একটা ছেলে ডাবা হু কায় তামাক সাজিয়া দেবগণের নিকটে আসিয়া “বাবু, ব্রাহ্মণের ছক দেব?” বলিয়া পদ্মযোনির হস্তে ইকা প্রদান করিল। § 3. (エーシ