পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

তারকেশ্বর বাহাদুরের ব্যবস্থাপক সভায় ইংরাজী ১৮৬৪ অব্দে ইনিই সৰ্ব্বপ্রথম দেশীয় সভ্য নিৰ্ব্বাচিত হয়েন ! মহাতাপ বাহাদুরের কীৰ্ত্তিপুঞ্জের মধ্যে গোলাপবাঘ, মহাতাপ মঞ্জিল, বালিকা বিদ্যালয়, দেলখোস, ইংরাজী বিদ্যালয়, দেওয়ানী খাস, দাতব্য ঔষধালয়, মতিঝিল, মাদ্রাসা প্রভৃতি প্রধান । অল্পমত্যকুসারে এবং প্রভূত ব্যয়ে সংস্কৃত মহাভারত ও রামায়ণ এবং বহুবিধ পারস্ত ও প্রধান হিন্দুশাস্ত্র বঙ্গভাষায় অনূদিত হয় এবং তদ্ব্যতীত নানাবিধ সংগীতগ্রন্থ প্রচারিত হইয়া বিনামূল্যে সাধারণ্যে বিতরিত হয়। মহাতাপচাদ বাহাদুরের অসংখ্য কীৰ্ত্তি ও বদান্ততার কথা অল্প সময়ের মধ্যে বিবৃত হওয়া অসম্ভব মহাতাপচাদ বাহাদুর ইংরাজী ১৮৭৮ অব্দে ভাগলপুরে কলেবর ত্যাগ করেন, তখন তাহার বয়স ৬২ বর্ষ মাত্র। ইহার মৃত্যুর পর আফতাফ চাদ বাহাদুর রাজ্যে অভিষিক্ত হন । ইহার সময়ে পাবলিক লাইব্রেরি, রাজকলেজ, অন্নসত্র, ছাত্রাশ্রম এবং বহুসংখ্যক দেবালয় প্রতিষ্ঠিত হয়। আফতাফ চাদ ১৮৮৩ অবে প্রায় ২৬ বর্ষ বয়ঃক্রমে মৃত্যুমুখে পতিত হন । এই অল্পকাল মধো ইনি বহুবিধ কীৰ্ত্তি স্থাপন করিয়া গিয়াছেন । ইহার রূপবতী ও গুণবতী সহধৰ্ম্মিণী (মহারাণী বিনোদেয়ী দেবী) ১২৯৫ সালের জ্যৈষ্ঠ মাসে পরলোক গমন করিয়াছেন ; এরূপ তেজস্বিনী রমণী এদেশে আর কখন জন্মগ্রহণ করেন নাই বলিলে বোধ হয় অতুক্তি হয় না । আফতাফ চাঁদের পরে মহারাজা বিজয়চাঁদ মহাতাপচাদ বাহাদুরের পোষ্যপুত্ররূপে গৃহীত হইয়া রাজ্যাধিকার প্রাপ্ত হইয়াছেন। বর্তমান মহারাজা বঙ্গদেশের লেপ্টেনাণ্ট গবর্ণর বাহাদুরের স্থযোগ্য সদস্ত অনরেবল শ্ৰীযুক্ত লালা বনবিহার কপূর রায়বাহাদুর মহাশয়ের পুত্র। বনবিহারী বাবু মানকরের নিকট গোসাই গ্রামে ১২৫৮ সালে জন্মগ্রহণ করেন । ইনি দয়া দক্ষিণ্যাদি গুণে স্থশোভিত এবং তীক্ষদশী ও রাজকাৰ্ষ্যে স্থপটু। বাঙ্গালা সাহিত্যে ইনি বিশেষ অনুরাগী এবং দরিদ্রের দুঃখমোচনে সততই মুক্তহস্ত । ইনি অতীব সামান্ত অবস্থা হইতে নিজ ক্ষমতাবলে বিলক্ষণ উন্নতি করিয়াছেন । এরূপ লোক যথার্থই প্রশংসার পাত্র।” এই সময়ে ট্রেন ছপাছপ, শৰে ঐরামপুরে আসিয়া পন্থছিল। দেবগণ ষ্টেশনের বাহিরে আসিয়া একখানি ঘোড়ার গাড়ী ভাড়া করিলেন এবং কয়জনে দেখিতে দেখিতে নগরাভিমুখে চলিলেন। তাহারা যে দিকে চাহেন, দেখেন—সুন্দর সুন্দর অট্টালিকা সকল বিরাজ করিতেছে । ঘরে ঘরে কনসার্ট বাজিতেছে। সকলেই সানন্দচিত্ত। পিতামহ কহিলেন, “বরুণ । এ নগর নির্মাণ করে কে ?” Woora