পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৭৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন বংশ অস্তাপি বর্তমান আছে। ই হার সোনার বেণের দান গ্রহণ করিয়া পতিত হন—এক্ষণে চতুঃসাগরী করিয়া জেতে উঠিয়াছেন। দেবগণ ভাগীরথী তীরে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “দেবরাজ ! পর পারে যে স্থান দেখিতেছ, উহার নাম বারাকপুর।” দেবগণ বারাকপুর দেখিবার ইচ্ছা প্রকাশ করিলে বরুণ একখানি নৌকা ভাড়া করিয়া সকলকে উঠিতে কহিলেন । সকলে নৌকারোহণ করিলে পিতামহ তীরের দিকে চাহিয়া দেখেন—এক ব্রাহ্মণের গাত্রে নামাবলি, সৰ্ব্বাঙ্গে হরিনামের ছাপ । সে, পাছে কোন অস্পৃশু দ্রব্য স্পর্শ করিতে হয় এই আশঙ্কায়, লাফাইয়া লাফাইয়া যাইতেছে । পিতামহ লোকটাকে ধাৰ্ম্মিক মনে করিয়া একদৃষ্টে চাহিতে লাগিলেন ; ক্রমে নৌকাও গিয়া পর পারে লাগিল । eaషి