পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন দেবরাজ ইঞ্জ ব্যাগ খুলিয়া গাড়োয়ানকে টাকা দিতে গিয়া বিপদে পড়িলেন। কারণ স্বৰ্গীয় টাকার পাশ কাটা এবং মহারাণী ভিক্টোরিয়ার নাম নাই ; গাড়োয়ান “এতে বিবির মুখ কই বলিয়া তাহ প্রত্যপণ করিল। তখন দেবগণ গালাইয়া বিক্রয় করিয়া দেশীয় টাকা লইবেন সিদ্ধান্ত করিয়া সকলে বেণের দোকানে চলিলেন। সেখানেও মন্দ বিপদ নহে। বণিক স্বৰ্গীয় টাকার বিনিময়ে কয়েকটি দেশীয় টাকা ও নোট প্রদান করিল। দেবগণ কহিলেন, “টাকা নিয়ে কাগজ দিয়ে ঠকাবে—আমাদের এত বোকা পাওনি ।” তখন পোদার ব্যাখ্যা করিয়া দিল, “মহাশয় । ইহার নাম নোট ; নোট ভারতবাসীদিগের বড় আদরের ধন। অতএব এই নোট ভারতবর্ষের যে প্রদেশের যে ব্যক্তিকে দিবেন, সে সন্তোষের সহিত গ্রহণ করিবে । বাড়িতে খরচ পাঠাইবার এবং পথখরচের জন্য সঙ্গে লইবার এমন সুবিধা আর কিছুতেই নাই ।” তখন দেবরাজ মনে মনে স্থির করিলেন, স্বর্গে যাইয়া নোট প্রচলিত করিবেন, অনৰ্থক স্বর্ণ রৌপ্য আর ধনাগার হইতে বাহির করিবেন না । এই ঘটনার পর সকলে আহারাদি করিয়া নগরভ্রমণে বহির্গত হইতেছেন, এমন সময় ডাকের রাণারকে দ্রুতপদে যাইতে দেখিয়া ব্ৰহ্মা কহিলেন “বরুণ ! ও কে ? আর এত দ্রুতই বা যাইতেছে কেন ?” বরুণ। ও ডাকঘরের রাণার, নির্দিষ্ট স্থানে ডাক পন্থছিয়া দিবার নিমিত্ত দ্রুতবেগে যাইতেছে। ব্ৰহ্মা। ডাক কি ? বরুণ । দু এক পয়সা লইয়া পত্রাদি ভারতের এক প্রান্ত হইতে অন্ত প্রাস্তে নির্বিঘ্নে এবং স্বল্প সময়ের মধ্যে পহুছিয়া দিবার জন্য ইংরাজরাজ ভারতবর্ষের প্রত্যেক স্থানে চিঠিপত্র জমিবার একটি আড্ডা করিয়াছেন ; ঐ আডডাকে ডাকঘর কহে । ব্ৰহ্মা । দু এক পয়সায় সেখানে সেখানে পহুছে দেয়, য়্যা ! খরচ পোষায় তো ? বরুণ । বরং লাভ থাকে । ইন্দ্র । পয়সা উপায়ের মন্দ উপায় নয়। আমি স্বর্গে যাইয়া পোষ্ট অফিস স্থাপন করিব । 있