পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বারাকপুর কিনিয়াছিলেন ; এই সময়ে দেশলাই জালিয়া, চুরট ধরাইবার উদ্যোগ করিলে পিতামহ রাগাম্বিত হইয়া কহিলেন, “দেখ, কৃষ্ণ ! তুই কি মর্ত্যে এসে সাহেব হ’লি ? আমি সব সহ ক’রতে পারি-ও শকুনির গায়ের গন্ধের ন্তায় চুরটের গন্ধ সহ হয় না। গন্ধে আমার গা বমি বমি করে, মাথা ধরে । ফেলে দে—নইলে গালে মুখে চড়াব।” নারায়ণ তৎপ্রবণে চুরট টান রহিত করিলেন । • বরুণ । দেখুন পিতামহ । এই শ্রীরামপুরেই বাঙ্গালার মিসনরির বাস করিতেন । ইহাদের মধ্যে মেজর ক্যারে, ওয়ার্ক, এবং মার্সম্যান সাহেব বিখ্যাত । এই মহাত্মাদিগের এই স্থানেই মৃত্যু হইয়াছে এবং তাহার এই স্থানের কবরে আছেন। ই হারা হিন্দুসস্তানদিগকে খ্ৰীষ্টান করিবার অভিপ্রায়ে এক সময় ১,••,••• বাইবেল বিভিন্ন ভাষায় মূদ্রিত করিয়া বিনা মূল্যে বিতরণ করিয়াছিলেন। যাহা হউক, মিসনরিগণের নিকট বঙ্গভাষা বিশেষরূপে ঋণী ; যে হেতু ইহাদের যত্নে ১৮• • অন্ধে প্রথম মুদ্রাযন্ত্র সংস্থাপিত হয় । ই হারাই প্রথমে মহাভারত ও রামায়ণ গ্রন্থ মুদ্রিত করেন । তদ্ভিন্ন বাঙ্গালা সংবাদপত্রেরও ই হারা স্বষ্টিকর্তা । ১৮১৮ অব্দে মাস ম্যান সাহেবের যত্নে “দিগদৰ্শন” নামক একখানি মাসিকপত্র প্রচারিত হয় । শ্রীরামপুরের মিসনরিরা ঐ অব্দে “সমাচার-দৰ্পণ” নামে বাঙ্গালা ভাষায় প্রথম সংবাদপত্র প্রচার করেন । ইহাদেরই যত্নে সীসার অক্ষর সবিশেষ উন্নতি লাভ করিয়াছে । এই ঐরামপুরে প্রথমে মনোহর দাস মিসনরিদিগের উপদেশ ক্রমে সীসার অক্ষর প্রস্তুত করেন। তাহার পুত্র কৃঞ্চচন্দ্র দাস উহার বিলক্ষণ উৎকর্ষ সাধন করিয়াছিলেন। কৃষ্ণচন্দ্রের পাজির বাঙ্গালা অক্ষর বাঙ্গালাদেশে বিশেষ থ্যাতিলাভ করিয়াছে । শ্রীরামপুরের অতি নিকটে মাহেশ । মাহেশে রথ ও স্নানযাত্রার সময়ে বড় সমারোহ হইয়া থাকে। কলিকাতার অনেক বাবু বেগু সঙ্গে লইয়া বোট ও ভাউলে ভাড়া করিয়া জলে বাচ খেলেন এবং মদ্যপানে মাতোয়ারা হইয়া বেখ্যার হাত ধরিয়া জগন্নাথের সম্মুখে মৃত্যু করেন। মাহেশের জগন্নাথ বড় বিখ্যাত। ইনি এক সময় হাতের বালা বন্ধক রাখিয়া ময়রার দোকানে সন্দেশ খাইয়াছিলেন। ঐ মাহেশে ওয়ারেন হেষ্টিং সাহেবের একটী বাগান ছিল । বাগানের দুই একটি গাছ অদ্যাপি বর্তমান আছে। মাহেশের পরেই টিটেগড় ; টিটেগড়ে পূৰ্ব্বে জাহাজ প্রস্তুত হইত। এই সময় ষ্টেশনে যাত্রীরা আসিয়া উপস্থিত হইতে লাগিল, তাহাদের কাহারও হস্তে পোটলা ও হুক কৰে, কাহারও হাতে ব্যাগ ও ছড়ি । °令剑