পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৮৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেবগণের মর্ত্যে আগমন কোন বাৰু স্ত্রীকে তাহার পিত্ৰালয় হইতে লইয়া যাইতেছেন। অতএব স্ত্রীও পেটরাদি সঙ্গে ষ্টেশনে আসিয়া উপস্থিত হইলেন। কোন স্ত্রীলোক বাবুদের মেয়ের তত্ত্ব লইয়া যাইতেছে, ষ্টেশনে আসিয়া মাথার ধামা নামাইল । মেয়ে অস্তঃসত্বা, এজন্য মেয়ের মা ঐ ধামাতে কয়েকটা কমলালেবু কতকগুলি বিলাতি কুল, চাট্টি সজনের ফুল, কুলের আচার, চালিতার এবং আমের আচার পাঠাইয়াছেন। একটা হাড়িতে কিছু মিষ্টান্নও আছে, হাড়ির মুখ এমন শক্ত ক’রে ময়দা দিয়া আঁটা যে, হাড়ি ভাঙ্গিবে, তথাপি মুখ খুলিবে না। কোন বাবু স্বয়ং আসিয়া স্ত্রীকে দ্বিরাগমনে লইয়া যাইতেছেন। বালিকা এক গলা ঘোমটা দিয়া ফু পয়ে ফু পয়ে কাদিতেছে। বালিকার বাপের বাড়ীর পরিচারিক বুঝাইতেছে,—“ও মা ছি! তুই এমন শেয়ানা মেয়ে হয়ে কাদছিল কেন ? শ্বশুরবাড়ীর লোকে নিন্দে ক’রবে যে !" ক্রমে টিকিট কিনিবার ঘণ্ট। দিল, দেবগণ টিকিট কিনিতে যাইয়া দেখেন, মস্ত ভীড়। ক্ষুদ্র একটা গহবরের নিকট উকি মারিয়া একজন যাত্রী দাড়াইয়া আছে । তাহার উভয় স্কন্ধে প্রায় চৌদ্দটা মাথা ঠেস দিয়া “আমার একখান হাবড়ার, অামার একখান বালির, আমার একখান কোন্নগরের* বলিয়া চীৎকার করিতেছে । তৎপশ্চাতে প্রায় ২৫।৩১ জন লোক “আমার একখানা বিটবৃণ” “আমার একখানা হাপ, টিকিটু চাই” বলিয়া ঠেলাঠেলি আরম্ভ করিয়াছে। ভিতর হইতে টিকিট বিক্রেতা বাৰু হস্ত বাহির করিয়া এক এক জনের পয়সা লইতেছেন এবং খটু খটু খটাস খটাস" শব্দে টিকিট কাটিয়া যাত্ৰাদিগকে দিতেছেন। যাত্রীদিগের মধ্যে যাহারা পুরা টাকা দিয়াছিল, বাহিরে পয়সা গণে কম হওয়ায় আশীৰ্ব্বাদ করিতে করিতে চলিয়। যাইতেছে। ভীড় কমিলে বরুণ যাইয়া পাচখানি বালির টিকিট কিনিলেন এবং প্রত্যেকে পোটলা পুটলি লইয়া প্লাটফরমে যাইয়া এই ভাবে দাড়াইয়া রহিলেন যে, গাড়ী আসিয়া ফেলিয়। যাইতে না পারে। দেখিতে দেখিতে ট্রেন জাসিয়া উপস্থিত হইল, দেবগণও ছুটয়া গিয়া ট্রেনে উঠিয়া বসিলেন । উঠিয়া দেখেন—গাড়ির প্রত্যেক কামরায় আলো দেওয়াতে রজনীতে গাড়ি যেন নবসাজে সঙ্গীভূত হইয়াছে। আরোহিগণ বসিয়া তামাক টানিতেছে এবং নানাপ্রকার গল্প করিতেছে । আবার ট্রেন ছাড়িল এবং ট্রেন ছপাছপ, শবো কোন্নগরে আসিয়া উপস্থিত হইল। বরুণ কহিলেন, “কোন্নগরের স্তায় গায় গায় বসতি, কোন স্থানে দৃষ্টিগোচর হয় না ।” ট্রেন আবার ছাড়িল এবং অনতিবিলম্বে দেবগণকে বালি ষ্টেশনে নামাইয়া প্রস্থান করিল। দেবগণ ফটকে টিকিট দিয়া বাহিরে যাইলেন এবং সে রাত্রি একটী দোকানঘরে বাসা লইয়া রাত্রি যাপন করিলেন । 8 е е