পাতা:দেবগণের মর্ত্ত্যে আগমন (র‍্যাডিক্যাল হিউম্যানিস্ট সংস্করণ).djvu/৩৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বালি অতি প্রত্যুষে উঠিয়া দেবতারা নগর ভ্রমণে চলিলেন। র্তাহারা সকলে বালির পোলের উপর গিয়া সবিস্ময়ে চাহিতে লাগিলেন । পিতামহ কহিলেন, “বরুণ ! এ ক’রেছে কি—য়া ! এ পোলটা প্রস্তুত করিতে না জানি কত টাকাই বায় হইয়াছে।” বরুণ ! আঞ্জে, ইহার নাম বালির পোল। পূৰ্ব্বে এখানে একটা পোল থাকে, প্রায় দুই হাজার স্তম্ভের উপর ছিল। উহা নিৰ্ম্মাণ করিতে অনুন ৬৫ • • • টাকা ব্যয় হয় । কিন্তু ইংরাজ বাহাদুরের সৈন্যগণ ও কামান প্রভূতির গমনাগমনের জন্য উহাকে ভাঙ্গিয়া পুনরায় লৌহস্তস্ত প্রোথিত করিয়া এই দৃঢ়কায় সেতু নিৰ্ম্মাণ করা হইয়াছে। এই সেতু বরণ, এণ্ড কোম্পানির ইঞ্জিনিয়ার মিঃ হকেন্ডে এবং ওভবুসিয়ার বাবু নবীনচন্দ্র রায়ের অধ্যবসায় ও যত্নে আট মাসের মধ্যে অতি সুচারুরূপে প্রস্তুত হয় । পোলটী করিতে ৬০৬e • • • হাজার টাকা বায়িত হইয়াছে। এখানে পূর্বে খেয়াঘাট ছিল, তাহাতে বৎসর প্রায় ৩০ • •টাকা আয় হইত। এখান হইতে দক্ষিণ দিকে যাইয়া এক স্থানে উপস্থিত হইলে বরুণ কহিলেন, “পিতামহ । একটী মদের ভাটা দেখুন। এই ভাটীতে বুম নামক একপ্রকার মদ প্রস্তুত হইয়া থাকে। সম্প্রতি মদের ভাটীতেই দেশটাকে উৎসন্ন দিলে। ওদিকে দেখুন রেলওয়ে মাল মসলার কারখানা ।” দেবগণ ইহার পর একটী ক্ষুদ্র অথচ মুন্দর পরিষ্কৃত বাড়ী দেখিয়া বারংবার চাহিতে লাগিলেন। নারায়ণ কহিলেন, “বরুণ ! এ বাড়ীটি কাহার ?” বরুণ । অক্ষয়কুমার দত্ত নামক এক ব্যক্তির । ইনি পিতামহের বেদ লইয়া সাত বৎসরকাল তুমুল আন্দোলন করেন এবং অনেক তর্কবিতর্কের পর সাধারণকে বুঝাইয়া দেন যে, বেদ অভ্রাস্ত নহে। ব্ৰহ্মা । ফ্ল্যা । ইহার এমন ক্ষমতা ! অতএব বরুণ আমাকে সংক্ষেপে ইহার জীবনবৃত্তাস্ত বল । বরুণ। ইনি নবদ্বীপের সন্নিকটস্থ চুপী নামক গ্রামে জন্মগ্রহণ করেন। ইহার পিতার নাম পীতাম্বর দত্ত। ইনি সপ্তম বর্ষ বয়ঃক্রমকালে গুরুমহাশয়ের পাঠশালায় পড়িতে আরম্ভ করিয়া তিন বৎসরের মধ্যে সমস্ত পাঠ শেষ করেন । 8 ey